কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ গতকাল বুধবার সকাল ১০ টা থেকে বেলা ১ টার মধ্যে কোন এক সময় কাহালু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও কাহালু সরকারি কলেজের প্রভাষক মাকছুদুর রহমানের বাড়িতে দুঃসাহসিক চুরি ঘটনা ঘটেছে। কাহালু-মালঞ্চা সড়কের পূর্ব পাশে কাহালু ডাকঘরের পার্শে এই বাড়িতে ওই সময় কেউ ছিলেন-না। প্রভাষক মাকছুদুর রহমান জানান, আমার স্ত্রী রংপুর জেলাতে একটি শিক্ষা প্রতিষ্ঠানে চাকুরী করে এবং সেখানেই ভাড়া বাড়িতে থাকে। আমি ১০ টার দিকে বাড়ি থেকে বের হয়ে কলেজে যায়। কলেজ থেকে ফিরে এসে দেখি বাড়ির সব ঘরের দরজার তালা ভাঙ্গা এবং আলমারিসহ তালা সিস্টেম সকল জিনিসপত্রের তালা ভাঙ্গা ও সব কিছু এলোমেলো হয়ে আছে। তিনি আরও জানান, দক্ষিণ দিকের একটি ঘরের জানালা ভেঙ্গে দুঃস্কৃতকারীরা আমার বাড়িতে প্রবেশ করে চুরি করে। তারমতে বাচ্চাদের প্লাষ্টিকের একটি ব্যাংক কেটে সমস্ত টাকা চুরি করে। এছাড়া স্বর্ণ রাখার কভার পড়ে রয়েছে ঘরের মেঝোতে। কি, কি চুরি হয়েছে সেই বিষয়ে তিনি তাৎক্ষণিকভাবে বলতে পারেননি। তবে তার স্ত্রী আসার পর তিনি বলতে পারবেন।
Leave a Reply