আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় বসতবাড়িতে যাতায়াতের রাস্তা নিয়ে দুই পরিবারের মধ্যে দ্বন্দ্বের জেরে জোরপূর্বক গাছপালা কর্তনের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ১৮ আগস্ট(রবিবার) সকালে সোনাতলা পৌর এলাকার চমরগাছা গ্রামে। এ ঘটনায় ওই গ্রামের মৃত সোলায়মান আলী বাচ্চু শেখের ছেলে শহিদুল ইসলাম বাদী হয়ে প্রতিপক্ষ পরিবারের আবুল কালাম শেখ ও তার ছেলে আশিক শেখসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সুত্রে ও সরেজমিনে জানা যায়, সোনাতলা পৌর এলাকার চমরগাছা গ্রামে পাকারাস্তা থেকে বাড়িতে যাতায়াত করার রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে শহিদুল ইসলাম ও আবুল কালাম শেখের পরিবারের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জেরে গত ১৪ আগস্ট বুধবার শহিদুল ও কালামের মধ্য কথা কাটাকাটি শুরু হলে কালাম ও তার ছেলে আশিক রাগান্বিত হয়ে শহিদুলের কয়েকটি গাছ কর্তন করে। এরপর ১৮ আগস্ট সকালে ১৫/২০ জনের মতো বহিরাগত লোকজন সাথে নিয়ে কালাম ও তার ছেলে আবারও ছোটবড় কয়েকটি গাছ কর্তন করেন। এ নিয়ে দুই পরিবারের লোকজনের মধ্যে চরম রেসারেসি চলছে। যে কোনো মুহুর্তে বড় ধরনের অপ্রতিকর ঘটনা ঘটতে পারে।
এ ব্যাপারে এলাকাবাসীরা বলেন,পাকারাস্তা থেকে ওই দুই পরিবারের বসতবাড়িতে যাতায়াতে রাস্তার জমির বিষয়টি মিমাংসার লক্ষে আমাদের এলাকার পৌর কমিশনারসহ একাধিকবার বৈঠক করা হয়েছে। বৈঠকে দুই পরিবারকে ৩ফুট করে জমি রাস্তার জন্য দিতে বলা হয়। শহিদুলের পরিবার বিষয়টি মেনে নিলেও অপর পরিবার মেনে না নেয়ায় বৈঠকে মিমাংসা করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে শহিদুল ইসলাম জানান,আমাদের পরিবারের পক্ষথেকে রাস্তার জন্য জমি দিতে প্রস্তত।কিন্তু আমার প্রতিপক্ষরা রাস্তার জমি দিতে অস্বীকার করে জোরপূর্বক শুধু আমাদের জমির উপর দিয়ে রাস্তা করতে চায়। এ বিষয়ে কথা বলতে গেলে কালাম ও তার ছেলে আশিকসহ বহিরাগত ১৫/২০ জন লোক নিয়ে আমার গাছপালা কর্তন করেছে।
এ ব্যাপারে আবুল কালামের সাথে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। তবে তার ছেলে আশিক বলেন,প্রথমে রাস্তার জন্য দুইটা গাছ আমরা কেটেছি। এরপর শত্রতা করে আমাদেরও বাড়িতে আগুন দেয়ার চেষ্টা করা হয়েছে এবং একটি খড়ের গাদায় আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এরপর আমাদেরসহ তাদেরও গাছ কর্তন করা হয়েছে।
এ ব্যাপারে ওই এলাকার পৌর কাউন্সিলর তাজুল মন্ডলের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।
থানায় একপক্ষের অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করে ওসি বাবু কুমার সাহা জানান,তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply