আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিনহাদুজ্জামান লিটন ও সাধারণ সম্পাদক আব্দুল মালেকসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের ৬৭ জনের নেতাকর্মী বিরুদ্ধে মামলা হয়েছে।
সোনাতলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক বৃহস্পতিবার বিকালে থানায় এ মামলা করেছেন বলে জানান সোনাতলা থানার ওসি বাবু কুমার সাহা।
মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- সদ্য সাবেক ভাইস চেয়ারম্যান ফিদা হাসান খান টিটো, সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নবীন আনোয়ার কমরেড, পৌর কাউন্সিলর রবিউল ইসলাম খান, সোনাতলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক নিপুন আনোয়ার কাজল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সুজন চন্দ্র ঘোষ প্রমুখ।
এজাহার সূত্রে জানা যায়, মামলার বাদী রাজ্জাক গত ৮ আগস্ট থানা মোড়ে অবস্থিত স’ মিলে ছিলেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিনহাদুজ্জামান লিটন ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেকের নির্দেশে আসামিরা হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করেন।
সোনাতলা থানার ওসি বাবু কুমার সাহা জানান, ‘স’মিল ভাংচুর ও অগ্নিসংযোগের একটি মামলা হয়েছে। তদন্ত করে আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’।
Leave a Reply