আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার: বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সদ্য সাবেক সংসদ সদস্য সাহাদারা মান্নানের নামে আরও একটি মামলা হয়েছে। এছাড়াও আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আরও ৮৩ জনের নাম উল্লেখ করে আসামী করা হয়েছে।
সোনাতলা উপজেলার সাবেক সাধারণ সম্পাদক ও সোনাতলা সদর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুবুল আলম বুলুর ছেলে শাহীনুর রহমান শামীম বাদী হয়ে ২৩ আগষ্ট শুক্রবার এ মামলা দায়ের করেন।
মামলার অন্যান্য উল্লেখযোগ্য আসামীরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ওয়াসিয়া আক্তার রুনা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিস্টার, পৌর কাউন্সিলর নিপুন আনোয়ার কাজল, সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোনারুল ইসলাম শাহীন প্রমুখ। মামলার এজাহারে উল্লেখ করা হয়, বেআইনিভাবে বাদীর বাড়িতে ঢুকে লুটপাট ও অগ্নিসংযোগ করেন আসামীরা।
এ বিষয়ে সোনাতলা থানার ওসি বাবু কুমার সাহা বলেন, ‘এ বিষয়ে একটি মামলা রুজু হয়েছে। আসামিরা সবাই প্রায় আত্মগোপনে আছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে’।
Leave a Reply