আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলা উপজেলায় ধারের টাকা চাইতে গিয়ে মারপিটে ৭০ বছরের বৃদ্ধা সাহানারা বেগম গুরুত্বর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি ঘটেছে ১সেপ্টেম্বর রবিবার বিকালে সোনাতলা পৌর এলাকার বিশুরপাড়া গ্রামে।
এঘটনায় আহত সাহানারার ছেলের স্ত্রী রোকসানা বেগম বলেন, গত ৯মাস পুর্বে একই গ্রামের মৃত কানছে গাছুয়ার ছেলে আনারুল ইসলাম (৩২)কে টাকা ধার দেয়। ধারের টাকা চাইতে তার বাড়িতে যাই। টাকা চাওয়াকে কেন্দ্র করে উভয়ের মধ্যে বাক বিতণ্ডায় জড়িয়ে যায়।
এক পর্যায়ে আনারুলের বড় ভাই মোখলেছার সহ তাদের লোকজন এলোপাথাড়ি ভাবে বাঁশের লাঠি দিয়ে মারপিট করে । লাঠির আঘাতে বৃদ্ধ সাহানারা বেগমের মাথা ফেটে যায় এবং জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে।
খবর পেয়ে ছেলে সাবু ও তার স্ত্রী রোকসানা বেগম ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় তাদের রাখা পাওয়ার টিলার (হাল চাষ) মেশিন লাঠি দিয়ে পিটাচ্ছে। পড়ে স্থানীয়দের সহযোগিতায় আহত বৃদ্ধা সাহানারাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এরিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিলো।
Leave a Reply