আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টারঃ বন্যার্থদের জন্য তহবিল সংগ্রহ করতে বগুড়ার সোনাতলা উপজেলা ফুটবল একাডেমীর আয়োজনে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় মাঠের চারপাশে দর্শকের উপচে পড়া ভীড় লক্ষ করা যায় ।
সোমবার (৪ সেপ্টেম্বর) বিকালে সোনাতলা ঐতিহ্যবাহী শেখ রাসেল মিনি স্টেডিয়ামে সান্তাহার একাদশ বনাম সোনাতলা ফুটবল একাডেমী দলের মাঝে খেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত ফুটবল খেলায় ক্রীড়ামোদী সহস্রাধিক দর্শক উপভোগ করে।৬০ মিনিটের খেলায় সোনাতলা ফুটবল একাডেমী দলকে হারিয়ে সান্তাহার একাদশ ২-১ গোলে বিজয়ী হয়।
এক্ষেত্রে প্রীতি ফুটবল ম্যাচে কোন টিকেটের ব্যবস্থা না থাকলেও উপস্থিত দর্শকেরা স্বউদ্যোগে বন্যার্থদের জন্য সাহায্য বাক্সে আর্থিক অনুদান দিয়েছেন।
অনুষ্ঠিত এ ফুটবল ম্যাচে রফিকুল ইসলামের ধারাভাষ্যে বিনোদন উপভোগ করেন দর্শকরা।
খেলা পরিচালনা করেন আনারুল কবীর , সোনাতলা ফুটবল একাডেমীর পরিচালক রাকিব হোসেন জুয়েলের পরিচালনার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা ক্রীড়া ক্রীড়া অফিসার আলমগীর হোসেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর প্যানেল মেয়র কাউন্সিলর হারুন অর রশিদ, গাবতলী রক্সি ফুটবল একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক নুরুল আযম, বুলু মহূরী, মা ক্লিনিকের পরিচালক গোলাম মোক্তাদির, ক্রীড়াবিদ আবু সায়েম চঞ্চল।
Leave a Reply