1. sonatalasangbad@gmail.com : সোনাতলা সংবাদ :
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনাতলায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে জামায়াত নেতা শাহাবুদ্দীনের মতবিনিময় সোনাতলায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে শান্তি ফাউন্ডেশনের শিক্ষা বৃত্তি প্রদান সোনাতলায় রাস্তার মাঝখান থেকে অপসারণ করা হলো বৈদ্যুতিক খুঁটি সোনাতলায় পুলিশের হাতে হেরোইনসহ কিশোর আটক বগুড়ায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে দুলাভাই কর্তৃক ছষ্ঠ শ্রেণীর স্কুলছাত্রী ধর্ষিত সারিয়াকান্দিতে আলোচিত শাহিনূর হত্যা মামলার আসামি গ্রেফতার কাহালুতে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে এক ব্যাক্তির আত্মহত্যা সোনাতলায় তুচ্ছ ঘটনায় হোটেল মালিক অতুলের কান কর্তন বগুড়ায় শতাব্দী ফিলিং স্টেশনের ক্যাশিয়ারকে কুপিয়ে হত্যা গাবতলীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

বগুড়ায় ফতেহ আলী সেতুর নির্মাণ কাজ দেড় বছরেও শেষ হয়নি

  • বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৪

সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ায় দেড় বছর অতিবাহিত হলেও শহরের ফতেহ আলী সেতুর নির্মাণ কাজ শেষ হয়নি। শুধু তাই নয়, গত ৩০ জুন এই প্রকল্পের মেয়াদও শেষ হয়েছে। কবে নাগাদ সেতুর নির্মাণ কাজ শেষ হবে তাও পরিষ্কার করে বোঝা যাচ্ছে না। এতে করে দুর্ভোগে পড়েছেন পূর্ব বগুড়ার তিন উপজেলার প্রায় ১২ লাখের বেশি মানুষ। কারণ তাদের চলাচল ও পণ্য পরিবহনের একমাত্র মাধ্যম হলো করতোয়া নদীর ওপর নির্মিত এই সেতু। যদিও সড়ক ও জনপথ বিভাগ বলছে, আগামী জানুয়ারি মাসের মধ্যে সেতুর নির্মাণ শেষ হবে এবং যান চলাচলের জন্য খুলে দেওয়া সম্ভব হবে।

জানা গেছে, বগুড়া শহরের পূর্ব প্রান্ত ও পূর্ব বগুড়ার তিন উপজেলার বাসিন্দাদের চলাচল সুগম করতে সরকার করতোয়া নদীর ওপর ২০২৩ সালের জানুয়ারিতে ফতেহ আলী সেতু নির্মাণের কাজ শুরু করেছিল। সেতুটির নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল গত ৩০ জুনের মধ্যে। কিন্তু বাস্তবে কাজ হয়েছে অর্ধেকেরও কম। ফলে সেতুর নির্মাণ কাজ বর্ধিত সময়েও শেষ হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

১৯৬২ সালে নির্মিত ফতেহ আলী সেতুটি মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় সড়ক ও জনপথ বিভাগ এটি ২০১৮ সালে পরিত্যক্ত ঘোষণা করে। তারপরও বিকল্প ব্যবস্থা না থাকায় ঝুঁকিপূর্ণ সেতুর ওপর দিয়েই যানবাহন চলাচল করে আসছিল। পরে ২০২৩ সালের জানুয়ারিতে সেতুর নির্মাণ কাজ শুরু হয়। এজন্য ১৯ কোটি ৮৩ লাখ টাকা বরাদ্দ মেলে। অর্থ বরাদ্দ পাওয়ার পর ঠিকাদার নিয়োগ করে ঝুঁকিপূর্ণ সেতুটি ভেঙে নতুন করে নির্মাণ কাজ শুরু করা হয় ২০২৩ সালের জানুয়ারি মাসে। সে সময় বিকল্প হিসেবে মানুষের চলাচলের জন্য একটি বাঁশের সাঁকো বানিয়ে দেওয়া হয়েছিল।

তবে সেতু পুনর্নির্মাণ শুরু হওয়ার পর আশাবাদী হয়ে উঠেছিলেন পূর্ব বগুড়ার বাসিন্দারা। কিন্তু এলাকার বাসিন্দাদের আনন্দ নিরানন্দে পরিণত করেছে সেতু নির্মাণে বিলম্ব। ফলে পূর্ব বগুড়ার বাসিন্দাদের চলাচলের জন্য নির্মাণ করা একমাত্র বিকল্প ভরসা বাঁশের সাঁকো তারও নড়বড়ে অবস্থা।

সড়ক ও সেতু বিভাগ জানায়, ফতেহ আলী সেতুর নির্মাণ কাজ শেষ করার কথা গত ৩০ জুনের মধ্যে। কিন্তু ঠিকাদার নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে পারেনি। রাস্তার জন্য অর্থ বরাদ্দ মিললেও সেতুর জন্য বরাদ্দ আটকে যাওয়ায় দুটি কাজ একসঙ্গে শুরু করা যায়নি। এ কারণে সেতুর কাজ শুরু করতে দেরি হয়েছে। দৃষ্টিনন্দন সেতুটি হবে ৪০ ফুট প্রশস্ত। এটি পূর্ব বগুড়ার গাবতলী, সারিয়াকান্দি ও সোনাতলা- এই তিন উপজেলার কয়েক লাখ মানুষের স্বপ্নের সেতু। সেতু নির্মাণ কাজের ঠিকাদার জামির ইকবাল বলেন, যে কাজ বাকি আছে তা আগামী ডিসেম্বরের মধ্যে শেষ করা হবে।

বগুড়া সওজের নির্বাহী প্রকৌশলী মো. আসাদুজ্জামান জানান, আগামী জানুয়ারি মাসের মধ্যে সেতুর নির্মাণ কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। এজন্য ঠিকাদারকে দ্রুত কাজ শেষ করার জন্য তাগাদা দেওয়া হচ্ছে।-দৈনিক কালবেলা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজে সর্বশেষ

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট