গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার গাবতলীতে স্কুল পড়–য়া মেয়েকে অপহরণ ও মুক্তিপণ দাবীর নাটক সাজিয়ে ইরাক প্রবাসী স্বামীর পাঠানো ৩লাখ টাকা আত্মসাতের চেষ্টা করছে স্ত্রী। ঘটনাটি ঘটেছে গত বুধবার উপজেলা নিজ দূর্গাহাটা গ্রামে।
থানাসূত্রে জানা গেছে, গাবতলীর দূর্গাহাটা ইউনিয়নের নিজ দূর্গাহাটা গ্রামের ইরাক প্রবাসী মোঃ উকিল প্রামানিক এর মেয়ে উনজিলা (১১) স্থানীয় সার্ক মডেল স্কুলে পঞ্চম শ্রেণীতে লেখাপড়া করে। গত বুধবার সকাল ১০টায় প্রবাসী মোঃ উকিল প্রামানিকের মেয়ে উনজিলা প্রতিদিনের ন্যায় বাড়ী থেকে স্কুলে যায়। পরে উনজিলা অসুস্থ্যতার কথা বলে ছুটি নিয়ে বাড়ীতে যাওয়ার কথা বললে স্কুলের প্রধান শিক্ষক আনিছার রহমান সুমন ছুটি দেন।
কিছুক্ষণ পর থানা পুলিশের কাছে অপহরণ ও ৩লাখ টাকা মুক্তিপণ দাবীর সংবাদ দেয় স্থানীয়রা। সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে থানার এসআই হাফিজ ও সঙ্গীয় ফোর্স দ্রæত ঘটনাস্থলে যায়। এবং স্কুলের শিক্ষকদের জিজ্ঞাসাবাদ ও ভিডিও ফুটেজ সংগ্রহ করে। এই ভিডিও ফুটেজে দেখা যায় উনজিলা স্কুল থেকে বের হয়ে বাড়ীর দিকে না গিয়ে উল্টো দিকে স্বেচ্ছায় একজন কালো বোরকা পড়া মহিলার সাথে একটি অটোভ্যানে করে চলে যায়। সিসি ফুটেজ দেখে সেই অটোওয়ালাকে সনাক্ত করে পুলিশ। অটোওয়ালার কাছ জানা যায় কালো বোরকা পরিহিত মহিলা আর কেউ নয় উনজিলার মা ফারজানা। তাদের জন্য হাট ফুলবাড়ী বাজারে অপেক্ষা করছিল উনজিনা নানী নাজমা বেগম। সেখান থেকে উনজিলার মা ফারজানা তার মেয়েকে নিয়ে শেরপুর থানার উলিপুর গ্রামে নানী নাজমার বোনের বাড়ীতে রেখে আসে। এরপর উনজিলার মা ফারজানা গাবতলী থানা এসে সংবাদ দেয় যে তার মেয়েকে কিডন্যাপ করে ৩লাখ টাকা মুক্তিপণ দাবি করছে। থানা পুলিশ
ফারজানার এমন সংবাদ চ্যালেঞ্জ করলে সে অনেকটা ভয় পেয়ে যায়। পুলিশের জিজ্ঞাসাবাদে একপর্যায়ে ফারজানা স্বীকার করে যে তার স্বামী উকিল প্রামানিক দীর্ঘদিন ইরাক প্রবাসী। উকিল প্রামানিক প্রবাস থেকে বিভিন্ন সময় মোটা অংকের টাকা পাঠাতো। সেই টাকার মধ্যে ইতিপূর্বে ১লাখ ৫০হাজার টাকা হারিয়ে গিয়েছে বলে স্বামীকে জানায় এবং সেটা তার স্বামী মেনেও নেয়। বিগত ৩-৪ দিনপূর্বে পুনরায় ২লাখ ৭০হাজার টাকা হারানোর গল্প তৈরি করে মেয়ে উনজিলাকে শিখিয়ে টাকা আত্মসাত করার লক্ষ্যে অপহরণ এবং মুক্তিপণ দাবীর নাটক তৈরি করে। ফারজানা আরো জানায় তার স্বামী উকিল প্রাং আগামী দুই একদিনের মধ্যে ইরাক থেকে বাংলাদেশে আসবে। স্বামীর পাঠানো এই টাকা গুলো আত্মসাত করার জন্য স্বামীর নিকট এ রকম একটি মিথ্যে কাহিনী তৈরি করেছিল যা গাবতলী মডেল থানা পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপে প্রকৃত সত্যতা বের হয়ে আসে। এ ব্যাপারে থানার ওসি সিরাজুল ইসলাম সিরাজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ফারজানা ও ফারজানার মা নাজমা বেগম ও মেয়ে উনজিলা গাবতলী মডেল থানা হেফাজতে আছে।
Leave a Reply