সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ার শাজাহানপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া পূর্ব জেলা শাখার আয়োজনে শাজাহানপুরে ফকির আব্দুর রহমান মিলনায়তনে আজ সোমবার সকাল ৯টায় ট্রেড ইউনিয়নের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া পূর্ব জেলা শাখার সভাপতি মো: নুরুল হুদার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি মো: গোলাম রব্বানী।
জেলা সেক্রেটারি আতাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে রাখেন বাংলাদেশ সরকারের শ্রম ও কর্ম সংস্থান মন্ত্রানালয়ের শ্রমিক প্রতিনিধি এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আতিকুর রহমান।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি অধ্যাপক আব্দুল মতিন, কেন্দ্রীয় সংগঠনের সহকারী সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক এ্যাডভোকেট আলমগীর হোসেন,বগুড়া জেলা পূর্ব জামায়াতের আমীর অধ্যাপক নাজিমউদ্দীন, সংগঠনের বগুড়া অঞ্চলের টিম সদস্য আবুল কালাম আজাদ,
বগুড়া পূর্ব জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল বাছেদ,সোনাতলা উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম বীরমুক্তিযোদ্ধা এনামুল হক মণ্ডল,বগুড়া পূর্ব জেলা শিবিরের সভাপতি জোবায়ের আহমেদ,সোনাতলা উপজেলা ফেডারেশনের সহ-সভাপতি মাওলানা রফিকুল ইসলাম,
শাজাহানপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল লতিফ,শ্রমিক কল্যাণ ফেডারেশনের শাজাহানপুর উপজেলা সভাপতি তারেক রহমান,শেরপুরের সভাপতি মাওলানা শহিদুল ইসলাম, গাবতলি উপজেলা সভাপতি রেজাউল করিম,
সোনাতলা উপজেলা সভাপতি আব্দুর রাজ্জাক, সারিয়াকান্দি উপজেলা সভাপতি রবিউল ইসলাম সিদ্দিকী, ধুনট উপজেলা সভাপতি ফিরোজ আহমেদসহ আরও অনেকে।
Leave a Reply