মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়া গাবতলীর সুখানপুকুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহাদত হোসেন মন্টু ২৫সেপ্টেম্বর/২৪ বুধবার সকাল সাড়ে ৫টায় ইন্তেকাল করেছেন (ইন্না—-রাজিউন)।
তার শরীরে রিং পরা ছিল। এ কারণে তার সমস্যা হওয়ায় মঙ্গলবার তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি না ফেরার দেশে চলে যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী, মা, এক মেয়েসহ বহু গুণগ্রহী রেখে গেছেন।
বুধবার বাদ আছর চকডঙর গ্রামে তার বাড়ির সংলগ্ন স্থানে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। এতে শরিক হয়ে ছিলেন সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিলটন, সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, সহ-সভাপতি অধ্যাপক আশরাফ হোসেন, জুলফিকার হায়দার গামা, সাংগঠনিক সম্পাদক মমিনুল হাসান মমিনসহ বিভিন্ন পেশার মানুষ।
Leave a Reply