সোনাতলা সংবাদ ডেস্ক: বগুড়ার সোনাতলায় আইনশৃঙ্খলা বিষয়ক ও উপজেলার হিন্দু সম্প্রদায়ের মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রসাশন আয়োজিত এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বীকৃতি প্রামাণিক। এতে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাদিজা খাতুন, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম আহসানুল তৈয়ব জাকির,
সাবেক জামায়াত ইসলামীর নায়েবে আমির ও সাবেক ভাইস-চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এনামুল হক, সোনাতলা থানার অফিসার ইনচার্জ মোঃ মিলাদুন নবী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন, ইউপি চেয়ারম্যান লতিফুর বারী টিম, আব্দুল আলীম, জাকির হোসেন বেলাল, শহিদুল ইসলাম টুল্লু, গোলাম রব্বানী,
উপজেলা পুজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক বিকাশ স্বর্নকার,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক লতিফুল ইসলাম,পুজা উদযাপন কমিটির সহ-সভাপতি অতুল সরকার,সুবির কুমার পাল, রাধিকা সুত্রধর,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মনোরঞ্জন সাহা,
আনছার ভিডিপি কর্মকর্তা মরিওম বেগম,উপজেলা ছাত্রদলের সভাপতি সাজ্জাদুর রহমান চাঁদ,সাধারণ সম্পাদক জরিফুল ইসলাম,সোনাতলা ফাজিল ডিগ্ৰি মাদ্রাসার প্রিন্সিপাল আব্দুল্লা আল আনসারী প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ নজমুল হক,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুর ইসলাম রাজ্জাক,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পাভেল আহম্মেদ সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা বাবলা,পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন তাকবীর,হাফিজুর রহমান সহ উপজেলার বিভিন্ন মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকরা।
আনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাইনুল হক।
বক্তব্যে তারা বলেন,আগামী ৯ই অক্টোবর থেকে শুরু হওয়া হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী সহ সকল দলীয় নেতা কর্মীরা সহযোগিতা করবেন বলে তারা জানান
Leave a Reply