মুহাম্মাদ আবু মুসাঃ গতকাল বগুড়ার গাবতলীতে দুর্নীতি দমন কমিশন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত উপজেলা পরিষদ হলরুম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বন্যা। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সৈয়দ আহম্মদ কলেজের অধ্যক্ষ মোঃ সাইদুজ্জামান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও এমআরএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান মজনু’র পরিচালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন বগুড়া দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক জাহিদুল ইসলাম,
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তারিকুল আলম। অন্যান্যদের মধ্যে ছিলেন উপজেলা একাডেমী সুপারভাইজার রাশেদা খানম, গাবতলী আলিম মাদ্রাসার অধ্যক্ষ রেজাউল বারী, গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক,
গাবতলী পূর্বপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেএম পান্না, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আব্দুস সবুর পিন্টু, মাসুম মিয়া, মোরশেদ খাজা, জুলফিকার আলী প্রমুখ।
Leave a Reply