আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় রেলওয়ে স্টেশনের পাশে রেল লাইনের ধারে বসবাস করা ভিক্ষুক পরিবারের মাঝে বস্ত্রসহ এক মাসের খাবার তুলে দিলেন সামাজিক সংগঠন প্রভাতের আলো তরুণ সংঘ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওই পরিবারের ছেলে রেললাইনের ভিতরে ভাত রান্না করার জন্য কাগজ কুড়ানোর ভিডিও সংগঠনের নজরে আসে। তাৎক্ষণিকভাবে সংগঠনের সভাপতি তাকবীর হাসান জিহাদ (প্রবাসী) সংগঠনের চেয়ারম্যান জেমস খানের সাথে কথা বলে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার পরামর্শ দেন।
তারেই আলোকে ৮ সেপ্টেম্বর সোমবার বিকালে ওই অসহায় পরিবারের খোঁজ খবর নেন এবং বস্ত্রসহ এক মাসের খাবার তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা মোজাম্মেল খাঁন ও হাজী রেজা খান। আরও উপস্থিত ছিলেন প্রভাতের আলো তরুণ সংঘের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সোহান ইসলাম, দপ্তর সম্পাদক রিদয় খাঁন, সদস্য রাজিব খাঁন, সাইম বাবু, বাবু খাঁন ও তাওহীদ।
সন্তানের জন্য পোষাক ও মাসের বাজার পেয়ে খুশি হয়ে আল-আমিন বলেন, যে সংগঠন আমাদেরকে সহযোগিতা করলো আমরা তাদের জন্য প্রাণ ভরে দোয়া করবো। আমাদের কোন জায়গা জমি নাই রেল লাইনের ধারে পলিথিনের ঘর তুলে তিন বছর যাবৎ এখানেই থাকি। যদি কেহ আমাদেরকে ঘর করে দিতো দিন শেষে অন্তত শান্তিতে থাকতে পারতাম
Leave a Reply