সারিয়াকান্দি সংবাদদাতা: বগুড়ার সারিয়াকান্দিতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাতে সারিয়াকান্দী থানার এসআই হাসান হাফিজুল ও এসআই তোজাম্মেলের নেতৃত্বে থানা পুলিশের পৃথক দল অভিযান পরিচালনা করে।
এসময় কাটাখালি পশ্চিম পাড়া গ্রামের শামিম মিয়া (৩০)কে ২৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ নিজ বাড়ি হইতে গ্রেফতার করে। এছাড়া হাটশেরপুর ইউনিয়নের হাসনাপাড়া গ্রামের মোঃ আব্দুর রশিদ (৪৫) কে ২৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করেন।
গ্রেফতারকৃত আসামিদের মাদক আইনে মামলা রুজু করে জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। বিষয়টি সারিয়াকান্দী থানার ওসি সোনাতলা সংবাদকে নিশ্চিত করেছেন।
Leave a Reply