স্টাফ রিপোর্টারঃ সোনাতলায় পাওনা টাকা চাওয়া কি কেন্দ্র করে মারধোরের ঘটনা ঘটেছে। ১৬ অক্টোবর দুপুর 2 টার দিকে বোচারপুকুরে মাহবুবুর রহমান বিটল এর দোকানে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মাহবুবুর রহমান বিটল বলেন, সোহেল আমার আমার দোকান থেকে বিভিন্ন সময়ে রড সিমেন্ট বাকিতে নিয়েছে। তার একপর্যায়ে আমি তার নিকট থেকে ২০ হাজার টাকা পাই যার মেমো ও প্রয়োজনীয় ডকুমেন্ট আমার নিকট সংরক্ষিত আছে।
উক্ত টাকা চাইতে গেলে সে আমার দোকানে এসে জনসম্মুখে আমাকে মারধর করে এবং আমার পরনে থাকা গেঞ্জি ছিড়ে দেয়। থানা অভিযোগ সূত্রে আরও জানা যায়, সোহেল ও তার বাবা রফিকুল ইসলাম মারামারির একপর্যায়ে আমার নিকট থাকা চার লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়।
এ ব্যাপারে সোনাতলা থানা অফিসার ইনচার্জ মিলাদুন্নবী বলেন, উক্ত ঘটনার একটি অভিযোগ পত্র পেয়েছি তদন্ত অনুযায়ী প্রয়োজনের ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply