প্রেস রিলিজঃ বগুড়ার সোনাতলা উপজেলার সৈয়দ আহম্মদ কলেজ বটতলায় হেলথ কেয়ার সেন্টার এন্ড ডায়াগনস্টিক সেন্টারে স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ও সচেতনতামূলক বিশেষ হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বিশ্বব্যাপী অক্টোবর মাস জুড়ে স্তন ক্যান্সার নিয়ে সচেতনতামূলক নানা কার্যক্রম আয়োজিত হয়ে থাকে। নারীদের প্রধানতম ক্যান্সার হিসেবে স্তন ক্যান্সার এখন গোঁটা বিশ্বেরই দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। যেহেতু স্তন ক্যান্সার অনেক ক্ষেত্রেই প্রতিরোধ যোগ্য এবং যেহেতু সঠিক সময়ে সুচিকিৎসায় এই ক্যান্সার সম্পূর্ণরূপে নিরাময় করা যায়, তাই সর্বস্তরে স্তন ক্যান্সার স্ক্রিনিং এর প্রচলন এখন সময়ের দাবী।
বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও নানা আয়জনে এই মাস উদযাপিত হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় অদ্য বগুড়া জেলার সোনাতলা ও গাবতলী থানা’র সন্ধিক্ষণে অবস্থিত, অত্র জনপদের উল্লেখযোগ্য শিক্ষা ও বাণিজ্যিক কেন্দ্র বটতলা-য় সুপ্রতিষ্ঠিত সাস্থ্যসেবা কেন্দ্র ‘হেলথ কেয়ার সেন্টার এন্ড ডায়াগনস্টিক সেন্টার’ এ দিনব্যাপী বিশেষ ‘হেলথ ক্যাম্প’ অনুষ্ঠিত হয়। স্তন ক্যান্সার স্ক্রিনিং এবং স্তন ক্যান্সার নিয়ে সচেতনতা সৃষ্টিই মূল উপজীব্য হলেও এই হেলথ ক্যাম্পে অন্যান্য সকল রোগ বিষয়েও চিকিৎসা পরামর্শ প্রদান করা হয়।
বিশেষ এই হেলথ ক্যাম্পটির পরিকল্পনা ও সার্বিক আয়োজনে ছিলেন খ্যাতিমান জেনারেল ও ল্যাপারোস্কপিক সার্জন- ডা: মো: লতিফুল বারী শাকিল। উল্লেখ্য, তিনি অত্র এলাকারই আরেক কৃতী সন্তান বিশিষ্ট জনহিতৈষী সরকারি কর্মকর্তা (অবসরপ্রাপ্ত সুবেদার মেজর, বিজিবি) জনাব মোঃ সাইফুল ইসলাম ও মরহুমা নিলুফা আক্তার আক্তারের সুযোগ্য সন্তান। মূলত তাঁর প্রত্যক্ষ অনুপ্রেরনাতেই এই হেলথ ক্যাম্পটি সফলতার মুখ দেখে। ‘হেলথ কেয়ার সেন্টার এন্ড ডায়াগনস্টিক সেন্টার’ এর ব্যবস্থাপক নাছিমুল আলম এই আয়োজনে সার্বিক সহায়তা করেন।
ডা: বারী আশাবাদ ব্যক্ত করেন- প্রান্তিক পর্যায়ে এ ধরনের আয়োজন জনগণকে স্তন ক্যান্সার সম্পর্কে কেবল সচেতনই করবে না, বরং একটি ক্যান্সার রোগের যে পারিবারিক ও সামাজিক ভার আমাদেরকে বহন করতে হয় সেটি লাঘবেও অনেকখানি সহায়তা করবে। নিজ এলাকার মানুষদেরকে সাথে নিয়ে তিনি ভবিষ্যতেও এ ধরণের উদ্যোগ চালিয়ে জাবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।
আমরাও প্রত্যাশা করি, এভাবেই প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা সুশিক্ষিত এবং স্বশিক্ষিত আলোকবর্তিকা- ধারীদের হাত ধরে পিছিয়ে পড়া জনগোষ্ঠী এক আলোকিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে।
Leave a Reply