মুহাম্মাদ আবু মুসাঃ বৃহস্পতিবার বগুড়ার গাবতলী উপজেলা বিএনপি আয়োজিত স্থানীয় পাইলট হাইস্কুল মাঠে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্যের বিএনপি’র সভাপতি এমএ মালেক।
প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিলটন এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে ছিলেন জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মোশাররফ হোসেন, কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ-উন-নবী সালাম,
একেএম খায়রুল বাশার, যুগ্ম সম্পাদক শেখ তাহা উদ্দিন নাইন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, সংগঠনিক সম্পাদক মমিনুল হাসান মমিন, শাহাদাত হোসেন খান সাগর, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা কৃষকদলের সদস্য সচিব এনামুল হক সুমন, জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল ওয়াদুদ, জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান শুভ,
জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ স্বাধীন সরকার, সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশ, উপজেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক নজমল হোসেন, উপজেলা মহিলাদলের সভাপতি সুরাইয়া জেরিন রনি, পৌর বিএনপির যুগ্ন সম্পাদক হারুন আর রশিদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক রুহুল হাসান রুহিন, পৌর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক পবন সরকার, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল আহসান ডেটল, সাধারণ সম্পাদক এসএম রাঙ্গা,
পৌর ছাত্রদলের সভাপতি জাকিরুল ইসলাম লুকু। এ সময় উপস্থিত ছিলেন জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উপজেলা বিএনপির কর্মী সমাবেশ জনসভায় পরিণীত হয়। পাইলট হাইস্কুল মাঠ কানায় কানায় পূর্ণ হয়। প্রধান অতিথি যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এম এ মালেক বলেন, বিএনপি’র বিরুদ্ধে এখনো বহু ষড়যন্ত্র চলছে, সকল নেতাকর্মীকে সজাগ থাকতে হবে। তিনি আরো বলেন, তারেক রহমানকে দেশে ফিরে আনতে হবে। এ জন্য আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
এম এ মালেক বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য অন্তবতীকালীন সরকারকে আমাদের সার্বিক সহযোগিতা করতে হবে। তিনি বলেন, তাদের নেতাকর্মী এবং দেশের মানুষকে ছেড়ে হাসিনা পালিয়ে গিয়েছে। এ দলের আর কোন অস্তিত্ব নেই। তারা ৫০ বছরেও আর ক্ষমতায় আসতে পারবে না।
Leave a Reply