মিলন, সারিয়াকান্দি প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে মা ইলিশ রক্ষায় অভিযানে কারেন্ট জাল ধ্বংস করা হয়েছে। রবিবার (২৮ অক্টোবর) সকালে যমুনা নদীতে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর আওতায় মা ইলিশ রক্ষায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সারিয়াকান্দ থানার অফিসার ইনচার্জ (ওসি) জামিরুল ইসলাম। এ সময় আইন অমান্য করায় ১৭ হাজার মিটার কারেন্ট জাল, ১.৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।
অভিযানেকালে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য অফিসার গোলাম মোর্শেদ। জব্দকৃত জাল কালিতলা ঘাটে জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং ইলিশ মাছ এতিম খানায় বিতরণ করা হয়।
এ বিষয়ে সারিয়াকান্দি উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম মোর্শেদ জানান, মা ইলিশ রক্ষায় ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুত নিষিদ্ধ করেছে সরকার। মা ইলিশ রক্ষায় আমাদের অভিযান চলমান থাকবে।
Leave a Reply