গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার গাবতলীতে পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও ফোকাস সোসাইটির যৌথ উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে মোট ১লাখ ৯৮হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। ১৩ই আগষ্ট শনিবার ফোকাস সোসাইটির কার্যালয়ে এই চেক আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়। ফোকাস সোসাইটির নির্বাহী পরিচালক মনিরুল ইসলাম মিলনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সংস্থার চেয়ারম্যান অধ্যাপক (অব:) সৈয়দজ্জামান, সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম মিঠু, সিনিয়র উপ-পরিচালক আব্দুল করিম আকন্দ, সিনিয়র প্রোগ্রাম কো-অর্ডিনেটর লিপন হোসেন, কো-অর্ডিনেটর (অডিট এন্ড ট্রেনিং) অপূর্ব মোহন তালুকদার, উপ-সমন্বয়কারী শফিকুল আলম, সহ-সমন্বয়কারী শামীম হোসেন, সিনিয়র ব্যবস্থাপক (আইটি) সুমন মিয়াসহ সংস্থার অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ। শেষে পিকেএসএফ এর উদ্যোগে ১৩জন এবং ফোকাস সোসাইটির উদ্যোগে ৭জন মোট ২০জন গরীব ও অস্বচ্ছল ছাত্র-ছাত্রীদের মাঝে ১লাখ ৯৮হাজার টাকার চেক বিতরণ করা হয়।
Leave a Reply