স্টাফ রিপোর্টারঃ বগুড়ার (সোনাতলা-সারিয়াকান্দি) বগুড়া -১ আসনের সাবেক এমপি সাহাদারা মান্নানের এপিএস উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মধুপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অসীম কুমার জৈন নতুন কে গ্রেফতার করেছে পুলিশ।
১লা নভেম্বর শুক্রবার বিকেলে গাইবান্ধার বালাসীঘাট আত্মীয় বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। তাকে গ্রেফতার করে গাইবান্ধা সদর থানায় সোপর্দ করা হয়।
জানা যায়, ৫ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যাওয়ায় সারাদেশের ন্যায় সোনাতলায় উপজেলার দলীয় নেতাকর্মীর বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক মামলা দায়ের করেন বিএনপি নেতা কর্মীরা। একাধিক রাজনৈতিক মামলার আসামি অসীম কুমার জৈন নতুন দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে তার আত্মীয়র বাড়ি বালাসীঘাট থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করেছেন।
এ বিষয়ে সোনাতলা থানা অফিসার ইনচার্জ মিনাদুন নবী বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি রাজনৈতিক নাশকতা ৩টি মামলার আসামি তাকে বালবাসীঘাট থেকে গ্রেফতার করা হয়েছে। ২ নভেম্বর দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়।
Leave a Reply