স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলা উপজেলার লোহাগাড়া গ্রামে চাচার হাসুয়ার আঘাতে ভাতিজা শহিদ মিশা (১৭)কে খুনের মামলার অন্যতম ৪ আসামীকে ঢাকার বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করেছে র্যাব ও পুলিশ।
মামলার আয়ু এস আই খোরশেদ আলম জানান, ৭ নভেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত ১১ টার পর নারায়নগঞ্জ ও গাজীপুর এলাকার বিভিন্ন জায়গা থেকে র্যাবের সহযোগিতায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল ৯ নভেম্বর শনিবার তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।
আটককৃতরা হলেন, মৃত আব্দুস সালাম মিয়ার ছেলে নিহতের চাচা শহিদুল ইসলাম (৪৫), শরিফুল ইসলাম (২৮), নুরারপটল গ্রামের আনোয়ারের ছেলে আল আমিন (৩৫), গাবতলী উপজেলার তেলিহাটা গ্রামের মৃত হানিফ শাহ্’র ছেলে নুরনবী শাহ্ সেন্টূ (৩৫)।
জানা যায়, উপজেলার লোহাগাড়া গ্রামের মৃত আব্দুস সামাদ মিয়ার ছেলে ছয়ফুল ইসলাম(৪৫), ও ছোট ভাই মোঃ শহিদুল ইসলাম(৪০)’র সাথে দীর্ঘদিন ধরে জমিজমা বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল।
৬ আগষ্ট সকাল ৭টার সময় নিজ বাড়ির সীমানা নিয়ে নিয়ে কথা কাটাকাটি এক পর্যায়ে চাচা মোঃ শহিদুল ইসলাম এর হাসুয়ার আঘাতে ভাতিজা রাজমিস্ত্রি শহিদ মিশা (১৭), গুরুত্বর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় ১২ আগষ্ট সে মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় নিহতের মা সাহিদা বেগম বাদী হয়ে ১৩ আগষ্ট-২৪ সোনাতলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সোনাতলা থানার মামলা নং -৩,
Leave a Reply