গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎ বার্ষিকী ও ১৫আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল সোমবার বগুড়ার গাবতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে সকালে উপজেলা পরিষদ চত্ত¡রে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তম্বক অর্পণ করা হয়েছে। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, গাবতলী মডেল থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, এনজিও, বেসরকারী প্রতিষ্ঠানগুলো একে একে পুস্পস্তম্বক অর্পণ করেন। পুস্পস্তম্বক অর্পণ শেষে উপজেলা পরিষদ চত্তরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইউএনও মোছাঃ রওনক জাহানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তা। আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেকসেনা আকতার, গাবতলী মডেল থানার ওসি সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, প্রবীন আওয়ামী লীগ নেতা বাবু ধন্য গোপাল সিংহ, বীর মুক্তিযোদ্ধা আমিরুল মোমিন মুক্তা প্রমুখ। এ সময় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সরকারী বিভিন্ন দপ্তরের প্রধানগণ, কর্মচারীবৃন্দ ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর উপর রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এছাড়াও বাদযোহর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ঘাতকের বুলেটে নির্মমভাবে নিহত হওয়া পরিবারের সকল শহীদদের আত্মার আগফেরাত কামনা করেন বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় ইউএনও মোছাঃ রওনক জাহান, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম সরকার পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান রেকসেনা আকতার, গাবতলী মডেল থানার ওসি সিরাজুল ইসলাম, ওসি (তদন্ত) জামিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আমিরুল মোমিন মুক্তা, হুমায়ন আলম চাঁন্দু, আব্দুল মোত্তালেব মানিক, আব্দুল মান্নান, আনিছার রহমান তারা, জিন্না, টুকু, আব্দুস সামাদ, সাত্তার, শাহজাহান আলীসহ সর্বস্তরের মুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply