গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ সুস্থ দেহে বেঁচে থাকার আকুতি নিয়ে দুরারোগ্য টিউমার ক্যান্সার আক্রান্ত মেয়েকে বাঁচাতে চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সাহায্যের দ্বারে দ্বারে ঘুরছেন অস্বচ্ছল অসহায় ভটভটি চালক পিতা।
বগুড়ার গাবতলী সদর ইউনিয়ন দাঁড়াইল গ্রামের আব্দুল লতিফ প্রামানিকের মেয়ে মোছাঃ মরিয়ম আক্তার (৪) দীর্ঘ প্রায় ১বছর আগে মুখের ভিতরে টিউমার ক্যান্সার আক্রান্ত হয়। ইতিপূর্বে ঢাকা মহাখালী জাতীয় ক্যান্সার ইনষ্টিটিউট ও হাসপাতাল থেকে এ পর্যন্ত ৬/৭টি ক্যামো দেয়া হয়েছে।
এখনও মরিয়মের সু-চিকিৎসার জন্য প্রায় ৮/১০লাখ টাকার প্রয়োজন। ভটভটি চালক পিতার পক্ষে মেয়ের চিকিৎসা চালালো অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এদিকে বাঁচার করুন আকুতি নিয়ে অবুঝ মেয়েটি শুধু বাবা-মা’র মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রয়েছে। তাই সমাজের বিত্তবানদের প্রতি মানবিক সাহায্যের আবেদন জানিয়েছেন পিতা ও তার পরিবার।
আর্থিক সহযোগিতা বা মানবিক সাহায্য পাঠাতে নিচে দেওয়া ক্যান্সার আক্রান্ত রোগীর পিতা আব্দুল লতিফ প্রাং এর মোবাইল নাম্বারটিতে কথা বলে বা সরাসরি তার ঠিকানায় গিয়ে সাহায্য পাঠাতে পারেন অথবা বিকাশ বা ব্যাংক একাউন্টের মাধ্যমে সাহায্য দিতে পারেন। মোবাইল নং-০১৭২৮-৮৭৯৩৪৮ (বিকাশ+নগদ), ব্যাংক একাউন্ট, সোনালী ব্যাংক, গাবতলী শাখা। হিসাব নং-০৬১৩০০১০৩৫৩১৪।
Leave a Reply