সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ার সোনাতলা উপজেলার হলিদাবগা কেন্দ্রীয় জামে মসজিদের মুসুল্লিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বাদ জুম্মা মসজিদে আগত মুসুল্লিদের সাথে মতবিনিময় এবং মসজিদে খুতবা প্রদান করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবীদ ও বগুড়া ইসলামী হসপিটালের পরিচালক এবিএম মাজেদুর রহমান জুয়েল।
এসময় তিনি মুসুল্লিদের উদ্দেশ্যে করে বলেন,আমাদের দেশে সুদকে ফরজ করা হয়েছে।অর্থাৎ প্রত্যেকে আমরা নানা রকম ভাবে সুদের সাথে রয়েছি।স্কুল, কলেজ, ভার্সিটি ও মাদরাসায় ৮টি বিষয়ে সুদের পাঠদান করা হয়।এই যদি হয় আমাদের শিক্ষা ব্যবস্হা, চাইলেই আমরা সুদ থেকে সরে দাঁড়াতে পারব না। এজন্য আমাদেরকে ইসলামী রাষ্ট্রব্যবস্হা কায়েম করতে হবে। আমাদের আত্বার পরিশুদ্ধি করতে হবে।
তিনি আরও বলেন,সুদের সঠিক হিসাব শিখানোর জন্য আমরা আমাদের সন্তানদেরকে উচ্চতর ডিগ্রী নেওয়ার জন্য বিদেশে পাঠাচ্ছি।এমন পরিস্থিতিতে মসজিদের ইমাম বক্তব্য দিয়ে কখনো সমাজের পরিবর্তন করতে পারবেনা।রাষ্ট্রীয় ভাবে সুদ,ঘুষ,মদ,জুয়া নিষিদ্ধ করার জন্য সত ও যোগ্য ব্যক্তিদেরকে সংসদে পাঠানোর আহবান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সেক্রেটারি নুরুল প্রারামানিক,কোষাধ্যক্ষ সৌরভ ইসলাম, মসজিদের খতিব মাওলানা আশরাফুল আলম নোমানসহ আরও অনেকে।এসময় মসজিদে প্রায় ৫শতাধিক মুসুল্লি উপস্থিত ছিলেন।
Leave a Reply