মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়ার গাবতলী উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মহিষাবান ইউপির সাবেক মহিলা মেম্বার নাজমা আক্তারের ছেলে উপজেলা সাবেক ছাত্রলীগ নেতা নিবিড় হোসেন (৩০) পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। সে মহিষাবান ইউনিয়নের রানিরপাড়া গ্রামের আব্দুল ওয়াহাব ও সাবেক মহিলা মেম্বার নাজমা আক্তারের ছেলে।
সোমবার সন্ধ্যার পূর্বমূর্হুতে গোপন সংবাদের ভিত্তিতে থানার সেকেন্ড অফিসার শরিফুল ইসলামের নেতেৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে গিয়ে নিজ বাড়ি রানিরপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করে থানা নিয়ে যায়।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল এর সাথে কথা বললে তিনি জানান, বিএনপি নেত্রী সুরাইয়া জেরিন রনি’র দায়ের করা হামলা ভাংচুর মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত নিবিড় ওই মামলায় এজাহারভুক্ত আসামী। নিবিড় হোসেনের পরিবার অভিযোগ করে বলেছেন পুলিশের উপস্থিতে মারপিট করা হয়েছে।
Leave a Reply