আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় রাতের আঁধারে বিভিন্ন জাতের তিন’শ চারাগাছ কাটার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ৩১ নভেম্বর শনিবার গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের কামালের পাড়া গ্রামে। এ ঘটনায় মোস্তাফিজার রহমান বাদী হয়ে প্রতিপক্ষের স্থানীয় থানায় ৯ জনের নামে অভিযোগ দায়ের করেন।
অভিযুক্তরা হলেন, কামালের পাড়া গ্রামের মৃত সমসের আলীর ছেলে সোলায়মান আলী, শাহ আলম খাজা, সাবু মিয়া, লাজু মিয়া, রানীরপাড়া গ্রামের মহসিন আলীর ছেলে সাইফুল ইসলাম,বক্কেল খানের ছেলে সাবু মিয়া, মকবুল খানের ছেলে মিলন মিয়া,মৃত কোরবান আলী খানের ছেলে আব্দুস ছালেক, নামাজখালী গ্রামের নিবারন ঘোষের ছেলে নিত্য ঘোষ।
সরেজমিনে গিয়ে জানা যায়, কামালের পাড়া গ্রামের মৃত সায়েদ আলীর ছেলে মোস্তাফিজার রহমান কামালের পাড়া মৌজার সাবেক দাগ ২৪৪ ও ২৪৫ এবং হালে ৪৭৪ নং দাগে ৩৮ এর কাতে ২৪ শতাংশ জমি নামাজখালী গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে খয়রতজামান ও জালাল উদ্দিন এর নিকট হতে ২০০৩ সালে দলিল মূলে ক্রয় করেন। সেই থেকে মোস্তাফিজার রহমান ওই জমি ভোগ দখল করে আসছে এবং জমির চারপাশ দিয়ে বিভিন্ন জাতের চারা গাছ রোপন করে।
এদিকে একই ইউনিয়নের রানীর পাড়া গ্রামের মহসিন আলী সরকারের ছেলে সাইফুল ইসলাম ২০১০ সালে কামালের পাড়া মৌজার সাবেক দাগ ২৪৪ ও ২৩৫ এবং হলে ৪৭৪ নং দাগে ৩৮ শতাংশ জমি কামালের পাড়া গ্রামের মৃত সমসের আলীর নিকট থেকে দলিল মূলে কবলা করে ভোগ দখল করে আসছে। দেখা যায় ৪৭৪ নং দাগে ৩৮ শতাংশ জমি সমসেরের নামে এম আর আর এবং আরএস রেকর্ড প্রস্তুত হয়।একই জমি নিয়ে দুই কমলাদারের মধ্য বিরোধের জেরে বিজ্ঞ আদালতে মামলা দায়ের হয়
এ ব্যাপারে মোস্তাফিজার রহমান বলেন আমার কবলাকৃত ৪৭৪ নং দাগে ২৪ শতাংশ শতাংশ জমি চারপাশে চারা গাছ রোপন করেছিলাম। ওই চাড়া গাছ গুলো গত ৩০ নভেম্বর গভীর রাতে সোলাইমান আলী, সাইফুল ইসলাম ও তার লোকজন কেটে ফেলে লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করেছে। সুষ্ঠ তদন্ত সাপেক্ষে আমি এর বিচার চাই।
এ ব্যাপারে সোলায়মান আলী ও তার ভাই শাহ আলম খাজা বলেন, ওই জমি আমার বাবা মৃত শমসের আলী কবলা দলিল মূলে সাইফুলের নিকট বিক্রি করেছে। তাই ওই জমিতে আমাদের কোন দাবি নেই এবং আমরা কোনদিন ওই জমির পারসীমানায় যাই না। তবে এ নিয়ে একটি পক্ষ আমাদের সাথে শত্রুতা করছে।
এ ব্যাপারে কথা বলতে সাইফুল ইসলামের খোঁজ করলে, তার বাড়ির লোকজন বলেন,সে বাড়িতে নেই সেতো ব্যবসায়ী কাজে ঢাকায় থাকে। এরপর মুঠোফোনে তার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ২০১০ সালে কামালের পাড়া মৌজার ৪৭৪ নং হালদাগে ৩৮ শতাংশ জমি কামালের পাড়া গ্রামের মৃত সমসের আলী ভোগদখল করা অবস্থায় তার নিকট থেকে দলিল মূলে ক্রয় করে ভোগদখল করে আসছি। হঠাৎ কিছুদিন পূর্বে থেকে ওই জমি মোস্তাফিজার রহমান দাবী করে জোরপূর্বক দখলের চেষ্টা করছে। শুধু তাই নয়,তারা আমাকেসহ আমার লোকজনকে নিয়ে বিভিন্ন প্রকার ষড়যন্ত্র করছে।
এ ব্যাপারে সোনাতলা থানা ওসি মিলাদুন নবী জানান, উ্ক্ত ঘটনায় থানায় অভিযোগ হয়েছে, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply