সারিয়াকান্দি(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষ্যে সোমবার সকালে সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা ও দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অপরদিকে সারিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান। এসময় উপস্হিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম মন্টু মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রেজাউল করিম, সহকারী কমিশনার (ভূমি)দেওয়ান আকরামুল হক, পৌর মেয়র মতিউর রহমান মতি, থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী তরফদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর বেগম, উপজেলা কৃষি অফিসার আব্দুল হালিম প্রমুখ।
Leave a Reply