1. sonatalasangbad@gmail.com : সোনাতলা সংবাদ :
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :

গাবতলীতে ওয়ার্ড ছাত্রদল নেতাকে কুপিয়ে আহত

  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ২১২

গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার গাবতলীতে পৌরসভাধীন ৪নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম সম্পাদক জাকির ইসলাম (২৭) ও সহপাটি সবুজকে রামদাসহ বিভিন্ন অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছে স্থানীয় সন্ত্রাসীরা। গত ২১ ডিসেম্বর গভীর রাতে গাবতলী পৌরসভাধীন সোন্দাবাড়ী দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

একাধিকসূত্র জানান, বগুড়ার গাবতলীতে পৌরসভাধীন ৪নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও সোন্দাবাড়ী দক্ষিণপাড়া গ্রামের জেল্লা মিয়ার ছেলে জাকির ইসলাম (২২) ও একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে সবুজ (৩২) গত ২১ডিসেম্বর শনিবার রাতে চকবোচাই স্ট্যান্ড থেকে বাড়ী যাচ্ছিল। পথিমধ্যে স্থানীয় একদল সন্ত্রাসী পূর্ব শত্রæতার জের ধরে তাদের পথরোধ করে রামদাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। স্থানীয়রা গুরুতর আহতদের উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করিয়ে দেয়।

আহত জাকিরের স্বজনরা জানান, জাকিরের মাথায় রামদা দিয়ে এলোপাতারিভাবে আঘাত করা হয়েছে। মাথায় ২৬টি সেলাই দেয়া হয়েছে। লোহার রড দিয়ে পা থেতলে দেয়া হয়েছে। সবুজকেও পিটিয়ে ১টি হাত, ১টি পা ভেঙ্গে দেয়া হয়েছে। দুজনের গোটা শরীর থেতলে দিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় থানায় এজাহার দায়েরের প্রস্তুুতি চলছে।

এ ব্যাপারে থানার ওসি আশিক ইকবাল বলেন, বিষয়টি তিনি শুনেছেন। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিবেন বলে তিনি জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজে সর্বশেষ

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট