
কাহালু ( বগুড়া) প্রতিনিধিঃ বৃহস্পতিবার ( ২ জানু্য়ারি) সকাল সোয়া ৯টার দিকে সান্তাহারগামী ৪৯২:ডাউন (কলেজ ট্রেনে) কেটে কহিনুর বেগম (৫৫) নামের এক মহিলা ঘটনাস্থলে মারা গেছেন।
নিহত কহিনুর বেগম বগুড়ার কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের অঘোরশাল গ্রামের রেজাউল করিমের স্ত্রী। তবে কী কারণে কহিনুর সেখানে গিয়েছিলেন সে বিষয় কোন ধারণা পাওয়া যায়নি।
বগুড়ার জিআরপি’র সাব ইন্সপেক্টর শহিদুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে জানিয়েছেন, ঘটনাস্থল থেকে নিহত কহিনুরের লাশ তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Related
Leave a Reply