1. sonatalasangbad@gmail.com : সোনাতলা সংবাদ :
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :

বগুড়া জেলা যুবলীগের সহ-সভাপতি ও ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব শেখ গ্রেফতার

  • বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫
  • ২৩৪

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শীর্ষ সন্ত্রাসী ও জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর, প্যানেল মেয়র আলহাজ্ব শেখ (৫৫) কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিনগত রাতে বগুড়া শহরের গোহাইল রোডের নিজ বাসায় রাত আনুমানিক ১০ থেকে প্রায় ৫ ঘন্টা অভিযানের পর তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। গ্রেফতারকৃত আলহাজ¦ শেখ সূত্রাপুর এলাকার মৃত মুনছুর শেখের পুত্র।

বুধবার দুপুরে বগুড়া পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিং করে এসব বিষয় নিশ্চিত করেন বগুড়া পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার। এসময় তিনি বলেন পুলিশের যৌথ বাহিনীর প্রায় ৫ ঘন্টা অভিযানের পর আলহাজ¦ শেখকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ৬টি হত্যা একটি বিস্ফোরোকসহ ১৩টি মামলা আমরা সিডিএমতে পেয়েছি।

ধারনা করা হচ্ছে তার নামে অন্তত ২৫ টি মামলা রয়েছে। কারন মামলার তথ্য ডিজিটালাইজড করার পূর্বেও তার নামে মামলা রয়েছে। নথিপত্র দেখে বিস্তারিত বলা যাবে। গ্রেফতারের সময় তার হেফাজতে কোনকিছু পাওয়া যায়নি। তবে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে রিমান্ড চাওয়া হবে।

আসামীকে একটি হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে। এই পুলিশ কর্মকর্তা আরো বলেন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার বাড়ি ঘেড়াও করা হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে তিনি পালিয়ে যেতে প্রায় ৩টি বিল্ডিং অতিক্রম করে লাফ দেয়। এর পরেও বিশেষ কায়দায় পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

উলে­খ্য আলহাজ্ব শেখ বগুড়ার কয়েকজন শীর্ষ সন্ত্রাসীর মধ্যে অন্যতম। বিভিন্ন সময়ে হত্যাসহ বড়বড় অপরাধ করলেও তার ভয়ে শহরের কেউ মুখ খুলতে পারেনি। ছোট থেকেই সে বেপরোয়া এবং হত্যার সাথে সম্পৃক্ত। চাঁদাবাজি, দখল, টেন্ডারবাজি, পরিহহন সেক্টরের একটি অংশ নিয়ন্ত্রনসহ বিভিন্ন অপরাধে মাষ্টারমান্ড তিনি।

গত ৫ আগষ্টের পর থেকে শহরের বড়বড় নেতারা লাপাত্তা হলেও আলহাজ্ব শেখ লুকিয়ে ছিল কিন্তু এতোটা গোপন ছিলনা। তবে পুলিশসহ বিভিন্ন বাহিনীর ধরাছোঁয়ার বাহিরে ছিলেন। এই কুখ্যাত সন্ত্রাসকে গ্রেফতারের পর থেকে এই এলাকার মানুষের মাঝে স্বস্তি ফিরেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজে সর্বশেষ

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট