সোনাতলা (বগুড়া) সংবাদদাতা: বগুড়ার সোনাতলার কৃর্তি সন্তান সাদা মনের মানুষ মাওলানা জাহিদুল ইসলামকে গুনী সংবর্ধনা দিয়েছে উপজেলার দিগদাইড় ইউনিয়নের নুরালপটল গ্রামবাসী।
সোমবার রাত ১০টায় ওই গ্রামবাসীর আয়োজনে ইসলামী জলসায় উপস্থিত জনতার মাঝে সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় তাকে সংবর্ধনা দেওয়া হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন বিশিষ্ট শিক্ষাবীদ হাফেজ মাওলানা ইঞ্জিনিয়ার নাসিদুল হক মাসনবী, মো: আক্তার হোসেন,সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সদস্য মিনাজুল ইসলাম,স্বপন মিয়া, সৈয়দ মাওলানা রবিউল ইসলাম, গোলাম রাব্বি, শাহিন মিয়া,সাজু,হাফেজ মোন্তেজার,সোহাগ মিয়া,আবু সাঈদ।
উল্লেখ্য জাহিদুল ইসলাম উপজেলার দিগদাইড় ইউনিয়নের মৃত মোবারক আলী মোল্লা পুত্র।সে ১২বছর বয়স থেকে জনসেবায় নিয়োজিত আছেন।
Leave a Reply