স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় পল্লিতে শয়ন ঘরে গলায় মাফলার পেঁচিয়ে মানসিক ভারসাম্যহীন আহাদ আলী (১৮) নামের এক যুবক আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে ১৯ জানুয়ারি ভোর রাতে উপজেলার দিগদাইড় ইউনিয়নের দিগদাইড় পিছন পাড়া গ্রামে। আহাদ আলী ওই গ্রামের লিটনের ছেলে।
যুবক আহাদ আলী বসতবাড়ির নিজ শয়নকক্ষে বাঁশের তীরের সহিত সবার অজান্তে নিজের মাফলারে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
থানা ও এলাকা সুত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় রাতে খাবার খেয়ে তার শয়ন ঘরে ঘুমাতে যায়। সকালে তার মা তাকে ডাকতে গেলে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পায়। পরে এলাকাবাসী এসে বেঁচে আছে ভেবে তাকে নিচে নামায়। স্থানীয়রা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে মর্মে থানা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে থানার সাব ইন্সপেক্টর খালেক ঘটনাস্থলে গিয়ে লাশটির প্রাথমিক সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান মেম্বার এলাকাবাসীসহ পরিবারের লোকজনের কোন অভিযোগ না থাকায় ভারসাম্যহীন আহাদ আলীকে (লাশ) দাফনের জন্য রেখে আসে পুলিশ।
সাব ইন্সপেক্টর খালেক জানান, এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে ।
Leave a Reply