কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) কাহালু তাইরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন সাবেক এমপি ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও জামায়াত নেতা অধ্যক্ষ মাওঃ তায়েব আলী, কাহালু থানার ওসি শাহীনুজ্জামান, বগুড়া জেলা বিএনপি নেতা ফরিদুর রহমান ফরিদ,
কাহালু থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব আব্দুল মান্নান, থানা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন আজাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন তাইরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বেলাল উদ্দিন প্রাং।
Leave a Reply