সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ার সোনাতলা উপজেলার ভেলুরপাড়া রেল স্টেশনে যাত্রী বিশ্রামাগারের নির্মাণ কাজ দীর্ঘ ৩৭ বছরেও শেষ হয়নি। এতে যাত্রীদের ভোগান্তির শেষ নেই। নির্মানাধীন ওই ভবনের দীর্ঘদিন ধরে কাজ বন্ধ থাকায় নেশা খোরদের আড্ডা ও গোয়াল ঘরে পরিনত হয়েছে।
জানা গেছে, ১৯৮৮ সালে প্রায় ২৫ লাখ টাকা ব্যয়ে বগুড়ার সোনাতলা উপজেলার ভেলুরপাড়া রেল স্টেশনে যাত্রীদের জন্য বিশ্রামাগার নির্মাণ কাজ শুরু করা হয়। এরপর একই বছর ভয়াবহ বন্যার কারণে বিশ্রামাগারটির ৮০ ভাগ কাজ শেষ হওয়ার পর অজ্ঞাত কারণে নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। এরপর দীর্ঘ ৩৭ বছর অতিবাহিত হলেও বিশ্রামাগারটির নির্মাণ কাজ শেষ করেনি সংশ্লিষ্ট কতৃপক্ষ।
উপজেলা সদর থেকে প্রায় ৯ কিলোমিটার দক্ষিণে স্টেশনটি অবস্থিত। এক সময় এই স্টেশন থেকে প্রতিদিন হাজার হাজার রেলযাত্রী ট্রেন যোগে দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করতেন। কালের বিবর্তনে স্টেশনটির বেহাল দশা হয়েছে। পুরো স্টেশন চত্বর জুয়া আর মাদকসেবীদের অভয়ারন্যে পরিনত হয়েছে। সন্ধ্যার পর পুরো স্টেশন চত্বর জুড়ে বসে জুয়ার আসর। মাদকসেবীদের উৎপাতে সন্ধ্যার পর রেলযাত্রীরা হয়ে পড়ে অনিরাপদ। বর্তমানে স্টেশনটিতে নেই কোন স্টেশন মাস্টার।
এ বিষয়ে ভেলুরপাড়া এলাকার কয়েকজনের সাথে কথা বললে তারা জানান, দীর্ঘ দিনেও সংশ্লিষ্ট স্টেশনে বিশ্রামাগারের কাজটি শেষ হয়নি। এখন ওই মাদকসেবীদের আস্তানায় পরিনত হয়েছে। রেল বিভাগ দীর্ঘ দিনেও এ বিষয়ে ব্যবস্থা নেয়নি।
এ বিষয়ে সোনাতলা স্টেশন মাস্টার খলিলুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ভেলুরপাড়া স্টেশনে বিশ্রামাগারের নির্মাণ কাজ এখনও শেষ হয়নি। দীর্ঘ ৩৭ বছর আগের ঘটনা। এটা তার পুরোপুরি জানা নেই।
Leave a Reply