1. sonatalasangbad@gmail.com : সোনাতলা সংবাদ :
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :

বগুড়ায় আওয়ামীলীগের ডাকা হরতালের সমর্থনে মশাল মিছিল, ককটেল বিস্ফোরণ

  • মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৫১

সোনাতলা সংবাদ ডেস্কঃ আওয়ামী লীগ আজ মঙ্গলবার দেশব্যাপী হরতালের আহ্বান করেছে। এর সমর্থনে গতকাল সোমবার রাতে বগুড়ার কয়েকটি উপজেলা সারিয়াকান্দি, সদর উপজেলা ও ধুনটে ঝটিকা মশাল মিছিল হয়েছে। এদিন রাত ১টার দিকে শাজাহানপুরের বেতগাড়ী এলাকায় মহাসড়কে পর পর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের শব্দে মুহূর্তেই পুরো এলা প্রকম্পিত হয়ে ওঠে।

শাজাহানপুর উপজেলার বেতগাড়ী এলাকার একজন ইটভাটার শ্রমিক বলেন, ‘অজ্ঞাত দুই যুবক এসে ঝড়ের বেগে মহাসড়কে পর পর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। আরেকজন তা ভিডিও করে। এ সময় মহাসড়কে ধোঁয়ার সৃষ্টি হয়। এরপর একই গতিতে পালিয়ে যায় বিস্ফোরণ ঘটানো যুবকেরা। তাঁরা কারা ছিল তা বলতে পারছি না।’

শাজাহানপুর উপজেলা যুবলীগের সহসভাপতি আলী ইমাম ইনোকীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘হরতালের সমর্থনে আমরা দলীয় নেতা-কর্মীরা রাতেই মশাল মিছিল করেছি। বগুড়া সদর, ধুনট, সারিয়াকান্দি উপজেলায় মশাল মিছিল করেছি। শেখ হাসিনার ডাকে আমরা রাজপথে অস্তিত্ব জানান দিয়েছি। কোনো ধরনের নাশকতা ও জানমালের ক্ষতি না করতে শেখ হাসিনার নির্দেশ আছে। শাজাহানপুরে ককটেল বিস্ফোরণের ঘটনা শুনেছি। কারা এ ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত করে বলতে পারছি না।’

এ বিষয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম বলেন, এ রকম কোনো তথ্য তিনি পাননি। সূত্র- দৈনিক আজকের পত্রিকা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজে সর্বশেষ

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট