স্টাফ রিপোর্টারঃ অর্থের অভাবে সঠিক চিকিৎসা না করতে পারায় পেটের ব্যাথা সহ্য করতে না পেরে কৃষক মুকুল খন্দকার(৫৫), গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে ২৪ ফেব্রুয়ারি সকালে সোনাতলা পৌর এলাকার আগুনিয়াতাইড় খান পাড়া (ভাঙ্গা পাড়া) গ্রামে। কৃষক মুকুল খন্দকার ওই গ্রামের মৃত ওসমান আলী খন্দকারের ছেলে।
পরিবার সুত্রে জানা যায়, মুকুল খন্দকার দীর্ঘদিন ধরে পেটের ব্যাথায় ভোগছিলেন। অর্থের অভাবে সঠিক চিকিৎসা করতে পারেন না দিন দিন সমস্যা বেড়েই আসছে। এক পর্যায়ে ঘটনার দিন পেটের ব্যথা জনিত কারণে নিজের প্রতি অভিমান করে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে। পরিবারের লোকজন বুঝতে পেরে আত্মীয়-স্বজন সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল রেফার্ড করেন।
পড়ে অ্যাম্বুলেন্স যোগে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল বগুড়ায় নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সকাল ০৯ ঘটিকায় সে মৃত্যুবরণ করে। মৃতদেহ শজিমেক হাসপাতাল মর্গে আছে বলে জানা যায়।
সোনাতলা থানার ওসি মিলাদুন্নবী সোনাতলা সংবাদকে বিষয়টি নিশ্চিত করে বলেন, মুকুল খন্দকার গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। তবে থানায় অপমৃতুর মামালা দায়ের হয়েছে।
Leave a Reply