স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় আদালতে মামলা উপেক্ষা করে বিরোধপূর্ণ জমি দখল করাকে কেন্দ্র করে মারপিটে ৩ জন গুরুতর আহত হয়েছে। আহতদের মধ্যে মো.নুরুল ইসলাম মোল্লা(৭০) বগুড়া সিএমএইচ হাসপাতাল,মো. ইদ্রিস মোল্লা(৪৮) ও তার স্ত্রী মোছা. রেবেকা বেগম(৪০) বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে। এছাড়াও নুরুল মোল্লার ছেলে মোত্তালেব মোল্লা বাড়িতেই প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
ঘটনাটি ঘটেছে ২ ফেব্রুয়ারি রবিবার উপজেলার দিগদাইড় ইউনিয়নের গনিয়ারীগান্দি পশ্চিম পাড়া গ্রামে বিরোধপূর্ণ জমিতে।
এ ঘটনায় নুরুল ইসলাম মোল্লার ছেলে আলমঙ্গীর হোসেন মোল্লা বাদী হয়ে ওই দিন প্রতিপক্ষের আমিনুল ইসলাম সিন্টুকে প্রধান আসামী করে ১১জনের নামে থানায় মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামি আমিনুল ইসলাম সিন্টুকে গ্রেফতার করে জেল-হাজতে প্রেরণ করেছে।
মামলা সুত্রে ও সরেজমিনে জানা যায়, উপজেলার গনিয়ারিকান্দি গ্রামে গনিয়ারিকান্দি মৌজায় সাবেক ৫০৯ হালে ৯৮০ নং দাগে ২৬ শতক জমির কাতে সাড়ে ৮শতাংশ জমি নুরুল ইসলাম মোল্লা দলিল মুলে কবলা করে বিভিন্ন জাতের ফলদ ও বনজ গাছ লাগিয়ে ভোগদখল করে আসছে। একই জমি নুরুল মোল্লার আপন বড়ভাই ছালেক মোল্লা দাবী করলে দুই পরিবারের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে শেষ পর্যন্ত বিজ্ঞ আদালতে মামলা হয়।
এ ব্যাপারে মামলার বাদী আলমঙ্গীর হোসেন মোল্লা জানান, আদালতে মামলা চলমান থাকাবস্থায় ২মার্চ বিকেলে প্রতিপক্ষের আমিনুল ইসলাম সিন্টু ও তার লোকজন ওই জমিতে লাগানো অনেকগুলো গাছপালা জোরপূর্বক কেটে জবরদখল করার চেষ্টা করে। এ সময় বাধা দিলে প্রতিপক্ষের লোকজন বেদম মারপিট করে তিনজনকে গুরুতর আহত করেছে।
প্রতিপক্ষের জামিরুল ইসলামের স্ত্রী জানান, আমাদের জমি আমরা দখল করতে গেলে উভয়ের মধ্যে মারপিটের ঘটনা ঘটেছে। এতে আমাদের পক্ষের দুইজন আহত হয়েছে,তারা বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে। বর্তমানে আমাদের বাড়িতে পুরুষ মানুষ নেই, থাকলে বিস্তারিত বলতে পারতো।
এ ব্যাপারে সোনাতলা থানা অফিসার ইনচার্জ মিলাদুন নবী থানায় মামলা দায়ের এর বিষয়টি নিশ্চিত করে জানান,মামলার প্রধান আসামীকে পুলিশ গ্রেফতার করেছে। বাকিদেরকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply