স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় কর্পূর বাজারে জুয়া খেলাকে কেন্দ্র করে ছুড়িতাঘাতে দুজন আহত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহতরা হলেন ফাজিলপুর গ্রামের -মোঃ আব্দুল মান্নানের ছেলে মোঃ স্বপন মিয়া(২৫) একই গ্রামের মোঃ ওয়াজেদ আলীর ছেলে মোঃ আবু হানিফ(৩৫)।
জানা যায়, ফাজিলপুর গ্রামের কয়েকজন চিল্লি পাড়া গ্রামের ভাড়ালি ব্রীজের পাশে তাস দিয়ে জুয়া খেলতে বসে। এ খবর পেয়ে বারঘরিয়ার মতিয়ারের ছেলে সজীব সহ স্থানীয় কয়েকজন যুবক জুয়ার স্পটে গিয়ে জুয়া খেলা বন্ধ করতে বলে। এ সময় খেলোয়াদের মধ্যে সুমন নামের ব্যাক্তির কাছ থেকে মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয়। পরবর্তীতে মোবাইল ফেরত দিলেও টাকা ফেরতে দিতে অস্বীকার করে।
বিষয়টি সমাধানের ভিক্তিতে সজীবের সাথে ফাজিলপুর গ্রামের নয়া পাড়ার মান্নানের ছেলে স্বপন(২৫) ও ওয়াজেদ আলীর ছেলে হানিফ (৩৫) সাথে দফায় দফায় সমজোতার বৈঠক করে।
৮ মার্চ সন্ধ্যায় সজিবের পিতা মতিয়ার কর্পূর বাজারে কলা বিক্রি করার সময় হানিফ ও স্বপনসহ তাদের লোকজন দিয়ে অতর্কিত ভাবে তাকে উঠিয়ে নিয়ে বাজারের তিনমাথা মোড়ে খুঁটির সাথে বেঁধে মারপিট করে। বাজারের দোকানীরা মতিয়ার কে ছেড়ে নেয়।
হানিফ ও স্বপনসহ তাদের লোকজন নিয়ে আবারো বাজারের পশ্চিম পাশে বারোঘরিয়া মোড়ে হাতে লাঠি সোডা দেশীয় অস্ত্র নিয়ে সজিব কে খুজতে থাকে।
খবর পেয়ে সজিব ও তার গ্রামের মোঃ বাবু মিয়া (২৫), মৃত রামপ্রসাদ দাস এর ছেলে শ্রী নিলয় দাস (২৫) কয়েকজন মিলে হানিফ ও স্বপনকে ধাওয়া করে এক পর্যায়ে দূ-পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে হানিফ ও স্বপন গুরুতর আহত হয় । স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মিলাদুননবী বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply