গোলাম রব্বানী শিপন, মহাস্থান (বগুড়া): নাস্তিক ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের গাজা ও রাফায় মোসলমানদের ওপর বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে মহাস্থানে তাওহীদ জনতার আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ এপ্রিল) জুম্মার নামাজ শেষে, মহাস্থান হযরত শাহ সুলতান বলখী (রহঃ) এর মাজার গেট থেকে তওহীদি জনতার বিশাল একটি প্রতিবাদী মিছিল মহাস্থান প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এসময় হাতে প্ল্যাকার্ড, ফিলিস্তিনের পতাকা ও কালো ব্যানার নিয়ে মুসল্লীরা স্লোগানে স্লোগানে মুখরিত করেন পুরো এলাকা।
র্যালী চলাকালে পথজুড়েই ছিল তাদের ক্ষুদ্ধ প্রতিবাদী স্লোগান। ‘ইসরাইলি পণ্য বয়কট করো, দুনিয়ার মুসলিম এক হও লড়াই করো’, ‘ফিলিস্তিনে হামলা কেন, জাতিসংঘ জবাব চাই’ জবাব দাও ইত্যাদি স্লোগান দেন। র্যালী শেষে তারা আবারও মাজার গেটে সমাবেত হয়।
এসময় তাওহীদি জনতার পক্ষে বক্তব্য রাখেন, সাকিব হাসান নাইম তিনি বলেন, ‘ফিলিস্তিনে যে নারকীর অত্যাচার, হত্যা করা হচ্ছে তা দেখে আমাদের মনে হতে পারে যে, শুধু তাদের ওপর অত্যাচার হচ্ছে। আসলে বিষয়টি তা নয়, এক সময় তারা ধীরে-ধীরে বিশ্বের সব মুসলমানকে নিঃশেষ করার চেষ্টা করবে।’ আজ যদি, ‘মুসলিম বিশ্ব কার্যকরভাবে ঐক্যবদ্ধ হয় তাহলে ইহুদিরা এতটা সাহস দেখাতে পারত না।’
আমরা ফিলিস্তিনি মুসলমানদের জন্য সেই দেশে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে করতে প্রস্তুত আছি। মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হলে ফিলিস্তিনের আজকে এই অবস্থা হতো না।’ ইসরাইল এমন সহিংসতা চালানোর সাহস পেত না।’
এসময় অন্যান্যরা বলেন, আজ গাজা যেন অবরুদ্ধ খাঁচা, যেখানে শিশু ও নারীদের ওপর বর্বরতা চালানো হচ্ছে। ইসরাইলি বাহিনীকে প্রতিহত করতে আন্তর্জাতিক উদ্যোগ দরকার।’
আমরা এই নির্মমতার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি এবং গণহত্যা বন্ধের জোর দাবি করছি।’
Leave a Reply