1. sonatalasangbad@gmail.com : সোনাতলা সংবাদ :
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :

সোনাতলায় বালুবাহী ট্রাক্টরের চাপায় ১ ব্যক্তির নিহত, ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাঞ্চিত

  • রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ৭৬৯

সোনাতলা (বগুড়া) সংবাদদাতাঃ বগুড়ার সোনাতলা উপজেলার বালু বোঝাই ট্রাক্টরের চাপায় মিনহাজ (৪০) নামক এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মিনহাজ উপজেলার মধুপুর ইউনিয়নের হাসরাজ গ্রামের মৃত আফসার মন্ডলের পুত্র।

গত ১২ এপ্রিল শনিবার আনুমানিক বেলা ১১টায় এ ঘটনাটি ঘটে। জানাগেছে, ঘটনার দিন সকালে মিনহাজ তার বাড়ির সামনে পাকা রাস্তার পাশে বসে ছিল। এসময় একটি বালুবাহী ট্রাক্টর দ্রুত গতিতে এসে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মিনহাজের মৃত্যু হয়। ওই ট্রাক্টরটির মালিক মধুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মৃত দবির হোসেন মন্ডলের পুত্র। মধুপুর ইউনিয়ন শ্রমীক লীগের সভাপতি মিঠু নামক এক ব্যাক্তির বলে জানাগেছে। মিঠু দির্ঘদিন যাবৎ বেরাডাঙ্গা হাসরাজ গ্রামের আসাদুলের ছেলে সাব্বির হোসেন নামক ১৫ বছরের এক নাবালক’কে দিয়ে তার ট্রাক্টরটি পরিচালিত করে আসছিলো।

এদিকে এঘটনার সংবাদ পেয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ মিলাদুন নবী সঙ্গীয় ফোর্স নিয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যায় এবং মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানায়। সেইসাথে মৃতের কাফন দাফন সহজভাবে সম্পন্ন করার সুবিধার্থে তাদেরকে স্থানীয় হাসপাতাল থেকে সড়ক দুর্ঘটনার (জঞঅ) সার্টিফিকেট সংগ্রহ করার কথা জানান। অপরদিকে মৃত্যুর ঘটনায় নিহতের চাচা অসুস্থ হয়ে পরলে মৃতের পরিবারের লোকজন থানা পুলিশের উপর চরাও হয়ে ওঠে এবং মৃতের পরিবার বর্গসহ মিঠুর লোকজন থানা পুলিশকে লক্ষ করে ইট পাটকেল নিক্ষেপ সহ হাতে লাঠিশোটা নিয়ে তাদেরকে ধাওয়াা করে।

এ ঘটনায় থানার অফিসার ইনচার্জ (ওসি) মিলাদুন নবী’র সাথে কথা বললে তিনি ঘটনার সত্যতা স্বিকার করে বলেন এঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজে সর্বশেষ

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট