সোনাতলা সংবাদ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় -২ আসনের সম্ভাব্য মনোনয়ন প্রার্থী বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষাবিদ শিশির আশাদ। শিশির আশাদ বর্তমানে এনসিপির পঞ্চগড় জেলা সংগঠক।এছাড়াও তিনি সফল একজন ব্যবসায়ি হিসাবে এলাকায় সুপরিচিত। পাশাপাশি লেখক ও সম্পাদক। তিনি যব সিওর পাবলিকেশন সম্পাদনা করেন।শিশির আশাদ ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে এমএ ডিগ্রি অর্জন করেন।
জানা যায়, আগামী সংসদ নির্বাচনের দিনক্ষণ ঠিক না হলেও নির্বাচনের আগে সংস্কারকে অধিকতর গুরুত্ব দেওয়া হয়েছে। সেই লক্ষ্যে নিয়ে কাজ করে যাচ্ছেন অন্তবর্তীকালীন সরকার। পঞ্চগড়-২(বোদা,দেবীগঞ্জ) এলাকার লোকজন মনে করেন শিশির আশাদ মনোনয়ন পেলে তিনি বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হতে পারবেন।
শিশির আশাদ বলেন,আমি মনোনয়ন পেলে বিপুল ভোটে এমপি নির্বাচিত হতে পারব।এলাকার লোকজনকে সাথে নিয়ে আধুনিক পঞ্চগড় গড়ার লক্ষ্যে কাজ করব।যেখানে কোন দলীয় বিভেদ তৈরি হবে না।সবাইকে সাথে নিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করব।উল্লেখ্য তিনি, পঞ্চগড় জেলার বোদা উপজেলার তাসেরপাড়া গ্রামের মাওলানা নুরুল ইসলামের পুত্র শিশির আশাদ।
Leave a Reply