মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়া গাবতলীর দক্ষিণপাড়া ইউনিয়নের উজগ্রামে আমরা বিএনপির সমর্থকবৃন্দ এলাকার হাট-বাজার, স্কুল-কলেজসহ যে কোনো বিষয়ে সঠিক ও ন্যায় কথা বলার জন্য মুখ খুললেই স্থানীয় গুটিকয়েক নেতা-কর্মী সমর্থক তাদের বক্তব্যে আমাদের উদ্দেশ্যে করে আওয়ামী দোসর ও সমর্থক হিসেবে চিহ্নিত করে প্রতিনিয়ত প্রচার করছে এর প্রতিবাদ জানিয়ে “আমরা জবাব চাই” মর্মে শনিবার স্থানীয় গ্রামবাসীদের আয়োজনে অবস্থান কর্মসূচী ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান মোস্তার সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন খায়রুল ইসলাম, বাবুল মিয়া, দুখু মিয়া, যুবদল নেতা সোহেল রানা, শহিদুল ইসলাম, মুন্নু মিয়া, বিএনপি নেতা সেকুল উদ্দিন, শাহিন মিয়া, আক্কেল, মামুন, গফুর, শাহাবুদ্দিন, মিলনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, এরপর আমাদেরকে আওয়ামী লীগের দোসর বানালে কোন ভাবেই ছাড় দেওয়া হবে না। আমাদের নিয়ে আর কোন অপপ্রচার করলে আগামীদিনে কর্মসূচী দিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
প্রতিবাদ সভায় বক্তারা, উজগ্রাম পিন্টু বালিকা উচ্চ বিদ্যালয়ে যোগ্যতা ও মেধাভিত্তক বিদ্যালয়ের সভাপতি নিযুক্ত এবং স্থানীয় গাজী মো. মাশকুরুল আলম চৌধুরী সৌরভ এর নাম ওই তালিকায় যুক্ত করার জন্য প্রধান শিক্ষককে অনুরোধসহ উদাত্ত আহবান জানান।
বক্তারা আরো বলেন, স্থানীয় গ্রামবাসীদেরকে উপেক্ষা একটি মহল বিদ্যালয়ের কমিটি নিয়ে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন এবং সময় ও কালক্ষেপন করে নানা তালবাহানা দেখিয়ে তাদের পছন্দের লোককে কমিটিতে নিয়ে আসার অপচেষ্টা করছে। এমনকি স্থানীয় গাজী মো. মাশকুরুল আলম চৌধুরী সৌরভ এর নাম ওই তালিকায় যুক্ত করতে বিভিন্ন দপ্তরে আবেদন দাখিল করা হলেও আজো বিষয়টি সুরাহা হয়নি।
Leave a Reply