1. sonatalasangbad@gmail.com : সোনাতলা সংবাদ :
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :

একটি দেশের উন্নয়ন ও অগ্রগতির অপরিহার্য উপাদান হচ্ছে শিক্ষা–জাকির

  • রবিবার, ৪ মে, ২০২৫
  • ২২৫

স্টাফ রিপোর্টার: বগুড়া জেলা বিএনপির সহসভাপতি ও সোনাতলা উপজেলা বিএনপির সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকির বলেছেন,একটি দেশের উন্নয়ন ও অগ্রগতির অপরিহার্য উপাদান হচ্ছে শিক্ষা। আর এটি উপলদ্ধি করে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এদেশের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে ব্যাপক কাজ করেছেন। আধুনিক পৃথিবীতে ভালোমতো ঠিকে থাকতে হলে শিক্ষার কোন বিকল্প নেই। তাই বাঁচতে হলে জানতে হবে, জানতে হলে শিখতে হবে।

সোমবার (৪ মে) সকালে সোনাতলা উপজেলা চত্তরে অবস্থিত সবুজ সাথী হাইস্কুলে’র নবগঠিত এডহক ম্যানেজিং কমিটির পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জাকির উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরো বলেন,একটি দেশ, একটি জাতির অগ্রগতির মূল চালিকা শক্তি হলো শিক্ষা। যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত,সভ্য এবং অগ্রসর। শিক্ষা অর্জন মানুষের জন্মগত মৌলিক অধিকারও বটে। আমাদের দেশে যে ৫টি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে, তার মধ্যে শিক্ষা একটি।

উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত পরিচিতি ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ওই হাইস্কুলের এডহক ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রাজ্জাকুল ইসলাম রাজ্জাক। তিনি তার বক্তব্যের মাধ্যমে ঘোষণা দেন,অত্র শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষার্থীরা নিয়মিত স্কুলে আসবে
তাদেরকে পুরস্কৃত করা হবে।

আরো বক্তব্য রাখেন, অত্র হাইস্কুলের প্রধান শিক্ষক মোছা. মোহাসিনা বেগম,পৌর বিএনপির সভাপতি আবু নাসের ওয়াহেদ নবেল,সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আহসান হাবীব রতন,অভিভাবক সদস্য মো.আশরাফুল হায়দার সুমন,শিক্ষক প্রতিনিধি মো. এরশাদুল ইসলাম, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক এমজেড ইসলাম কামাল,পৌর যুবদলের আহবায়ক হারুন অর রশিদ,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. পাভেল আহম্মেদ,মাহমুদুর রহমান রনি, উপজেলা ছাত্রদলের সভাপতি সাজ্জাদুর রহমান চাঁদ, সাধারণ সম্পাদক জরিফুল ইসলাম প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন ওই শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষার্থী,উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গদলের নেতাকর্মী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজে সর্বশেষ

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট