1. sonatalasangbad@gmail.com : সোনাতলা সংবাদ :
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :

সোনাতলায় ধর্ষণে জন্ম নেয়া শিশুর পিতৃ পরিচয় চায় ধর্ষিতার পরিবার

  • শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ১০৩৮

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলা উপজেলায় ধর্ষণে জন্ম নেয়া শিশুর পিতৃ পরিচয় চায় ধর্ষিতার পরিবার। ঘটনাটি ঘটেছে উপজেলার পৌর এলাকার বিশুরপাড়া গ্রামে।

মামলা সূত্রে জানাগেছে, উপজেলার বিশুর পাড়া গ্রামের আব্দুল মালেকের পুত্র শাকিল (২৪) প্রতিবেশীর এক মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে ২০২৩ সালের ৮ ডিসেম্বর বাড়ীতে কেউ না থাকার সুযোগে তাকে ধর্ষণ করে। এর ফলে মেয়েটির গর্ভে একটি সন্তান আসে। মেয়ে পক্ষ থেকে তাকে বিয়ের কথা বললেও সে নানা তালবাহানা করে এবং অবশেষে বিয়ে করবে না বলে জানায়।

এরপর ধর্ষিত মেয়েটি একটি কন্যা সন্তানের জন্ম দেয়। এরপরও শাকিল বিয়েতে রাজী না হওয়ায় উপায়ন্তর না পেয়ে মেয়েটি বাদী হয়ে শাকিলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলা নং সিআর-১৮১ পি/২০২৪ (সোনাতলা)। আদালতের বিজ্ঞ বিচারক শাকিলের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন। তারপর থেকে আসামী শাকিল পলাতক ছিলেন।

গোপন তথ্যের ভিত্তিতে সোনাতলা থানার অফিসার ইনচার্জ মো. মিলাদুন্নবীর নির্দেশে এএসআই ওয়ারেছ আলী সঙ্গীয় ফোর্স নিয়ে গত মঙ্গলবার রাত ৯টার দিকে তাকে তার এলাকা থেকে গ্রেফতার করে। গত বুধবার তাকে জেলহাজতে পাঠায় থানা পুলিশ।

এদিকে ভূক্তভোগী ওই নারীর গর্ভ থেকে একটি কন্যা সন্তানের জন্ম হয়েছে। তার বয়স বর্তমানে ৭ মাস। পিতৃপরিচয়হীন এই কন্যা সন্তানের পরিচয় ও বেড়ে ওঠা নিয়ে অসহায় পরিবারটি বিপাকে পড়েছে।

সোনাতলা থানার ওসি মিলাদুন নবী বলেন, ধর্ষন মামলায় শাকিলকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজে সর্বশেষ

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট