সোনাতলা প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলা উপজেলার নামাজখালী গ্রামে বাড়ির জমি জমা সংক্রান্ত জেরে প্রতিপক্ষের হামলায় ১ জন গুরুতর আহত হয়েছে।
অভিযোগে জানাগেছে, গতকাল শুক্রবার (৯ মে) সন্ধা ৭ টার দিকে উপজেলার নামাজখালী গ্রামে জমি নিয়ে বিরোধে পূর্ব শক্রতার জের ধরে হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। প্রতিপক্ষ শ্রী সুভাষ চন্দ্র ঘোষ ও তার পরিবারের লোকজন শ্রীমতি বেলা রানীর উপর অতর্কিত হামলা চালায়। এতে শ্রীমতি বেলা রানী(৩৯), গুরুতর আহত হয়। স্থাণীয় লোক জন তাকে উদ্ধার করে সোনাতলা হাসপাতাল ভর্তি করে।
বিবাদিরা দীর্ঘদিন ধরে ভুয়া কাগজপত্র দেখিয়ে ওই বাড়ি ও জমি দখলের চেষ্টা চালিয়ে আসছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। বর্তমানে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে শ্রীমতি বেলা রানীর পরিবার জানান । এ পরিস্থিতিতে আইনি সহায়তা চেয়ে শ্রীমতি বেলা রানীর ছেলে সঞ্জয় কুমার সোনাতলা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
সোনাতলা থানার ওসি (অফিসার ইনচাজ) মিলাদুন নবী বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।
Leave a Reply