স্টাফ রিপোর্টারঃ কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী আগামী ২৩ ও ২৪ মে দেশের কৃষি উন্নয়ন, পরিবেশ রক্ষা এবং নাগরিক সমস্যা নিয়ে তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনার সফল করতে বগুড়ার সোনাতলায় প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ মে) দুপুরে সোনাতলা পৌরসভা অডিটোরিয়াম হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভাটি যৌথভাবে আয়োজন করে উপজেলা ও পৌর যুবদল, সেচ্ছাসেবক দল এবং ছাত্রদল।
উপজেলা যুবদলের আহ্বায়ক হাজী রাশেদুর রহমান হান্নানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সোনাতলা উপজেলা বিএনপির সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকির।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বগুড়া জেলা যুবদলের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোঃ আবু হাসান, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মুকুল সরকার, সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম শুভ,
সোনাতলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল ওহাব হক, সদস্য সচিব রাজু আহম্মেদ, উপজেলা ছাত্রদলের সভাপতি সাজ্জাদুর রহমান চাঁদ, সাধারণ সম্পাদক জরিফুল ইসলাম, পৌর ছাত্রদলের সভাপতি বকুল, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন তাকবির প্রমুখ।
উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা প্রস্তুতিসভায় উপস্থিত ছিলেন।
Leave a Reply