মিলন, সারিয়াকান্দি প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে অভ্যন্তরীণ বোরো মৌসুমের ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৪ মে) সকালে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে খাদ্যগুদামে সরকারীভাবে বোরো ধান ও চাল সংগ্রহের অভিযান ফিতা কেটে উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মো: শাহরিয়ার রহমান।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা দেওয়ান মো: আতিকুর রহমান,উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ,খাদ্য গুদাম কর্মকর্তা রাশেদুল ইসলাম, চালকল মালিক সমিতির সভাপতি মোজাম্মেল হক মোজাফফর,সাধারণ সম্পাদক নুরুল ইসলাম,উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাও: আব্দুল মাজেদ প্রমুখ।
এ বিষয় সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো: শাহরিয়ার রহমান বলেন, চলতি মৌসুমে উপজেলায় সরকারীভাবে ৯৩৯ মেট্রিক টন ধান ও ১৪২২ মেট্রিক টন সেদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চুক্তিবদ্ধ চালকল মালিকরা সরকার নির্ধারিত প্রতি কেজি চাল ৪৯ টাকা ও কৃষকেরা ৩৬ টাকা কেজি মূল্যে ধান দিবেন। প্রত্যেক কৃষক ৩ মে.টন করে ধান দিতে পারবে। ধান-চাল সংগ্রহের অভিযান ৩১ আগষ্ট পর্যন্ত চলবে।
Leave a Reply