সোনাতলা প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দুস্থ ও অসহায়দের মাঝে চাল বিতরণের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিকের সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এই প্রস্তুতি সভায় উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিক চাল বিতরণের বিভিন্ন দিক নির্দেশনা দেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার রাফিউল আজম (মানিক) এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সোনাতলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন বেলাল,
পাকুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লতিফুল বারী টিম, জোড়গাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী, বালুয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আঃ রাজ্জাক, মধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম, দিগদাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল হক টুলু প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা বাবলা, রাজ্জাকুল ইসলাম রাজ্জাক প্রমুখ। এবার সোনাতলা উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ১৫,৪১০ জনের মধ্যে ১০ কেজি করে মোট ১৫৮.০০ মেট্রিক টন চাল বিতরণ করা হবে।
Leave a Reply