1. sonatalasangbad@gmail.com : সোনাতলা সংবাদ :
শুক্রবার, ২৩ মে ২০২৫, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনাতলায় অগ্নীকান্ডে ক্ষতিগ্রস্ত ভ্যান চালককে গরু দিলেন ইউপি চেয়ারম্যান টুল্লু সোনাতলায় নাম্বার বিহীন ট্রাকের যন্ত্রাংশ আলাদা করার সময় দুইজন আটক বগুড়ায় ধান কেটে মজুরি না পাওয়ায় ৫ দিনমজুরের থানায় অভিযোগ গাবতলীর বাগবাড়ীতে শহীদ জিয়া কলেজ সরকারীকরণের দাবীতে লিফলেট বিতরণ কাহালুতে আওয়ামীলীগ নেতা গ্রেফতার কাহালুতে দুই ব্যবসায়ীকে ৮৫ হাজার টাকা জরিমানা বগুড়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত সোনাতলায় ১০২ মুক্তিযোদ্ধাকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের চিঠি সারিয়াকান্দিতে জমিজমা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ৫ জন আহত সোনাতলায় এক সন্তানের জননীকে নিয়ে যুবক উধাও, থানায় অভিযোগ

সোনাতলায় ১০২ মুক্তিযোদ্ধাকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের চিঠি

  • সোমবার, ১৯ মে, ২০২৫
  • ৬১৫

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলা উপজেলার ১০২ জন মুক্তিযোদ্ধাকে তাদের মুক্তিযোদ্ধার স্বপক্ষে প্রমাণ হাজির করতে চিঠি দিয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)। জামুকা’র সহকারী পরিচালক (প্রশাসন-২) মোঃ হাফিজুর রহমান স্বাক্ষরিত এ চিঠিতে আগামীকাল মঙ্গলবারের মধ্যে তথ্য প্রমাণসহ তাদের লিখিত জবাব দিতে বলা হয়েছে।

এতো বিরাট সংখ্যক মুক্তিযোদ্ধাকে এই চিঠি দেওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে চিঠি পাওয়া ‘মুক্তিযোদ্ধারা’ বলছেন, একটি কুচক্রী মহল তাদেরকে সমাজের চোখে হেয় করতে উদ্দেশ্যমূলকভাবে এ কাজ করিয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২৭ এপ্রিল জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের- ৪৮.০২.০০০০.০০১.০০.১৩০.২০২৫-২৬৪ নং স্মারকে এই চিঠি দেয় জামুকা। চিঠিতে বলা হয়েছে, ‘‘আপনার বিরুদ্ধে আপনি মুক্তিযোদ্ধা নন মর্মে একটি অভিযোগ পাওয়া গিয়েছে। প্রাপ্ত অভিযোগের বিষয়ে তথ্য-প্রমাণসহ আপনার লিখিত জবাব আগামী ১৮-০৫-২০২৫ তারিখের মধ্যে (পরবর্তীতে দুই দিন বৃদ্ধি করা হয়েছে) আবশ্যিকভাবে মহাপরিচালক, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, কাকরাইল, ঢাকা বরাবর প্রেরণ/দাখিল করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।”

এদিকে এতো বিরাট সংখ্যক ‘মুক্তিযোদ্ধাকে’ চিঠি দেওয়ায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। চিঠি পাওয়া অনেক ‘মুক্তিযোদ্ধা’দের বিষয়ে এলাকাবাসীর আগে থেকেই সন্দেহ রয়েছে তারা সত্যিকারের মুক্তিযোদ্ধা কিনা। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন মুক্তিযোদ্ধার দাবি, চিঠি পাওয়াদের মধ্যে অনেকে প্রকৃতপক্ষেই মুক্তিযোদ্ধা না। এসময় তারা সঠিক মুক্তিযোদ্ধাদের বাছাই করার দাবি জানান।

তবে চিঠি পাওয়া মুক্তিযোদ্ধাদের দাবি, একটি কুচক্রী মহল তাদেরকে সমাজের চোখে সম্মানহানি করতে উদ্দেশ্যমূলকভাবে এ কাজ করিয়েছে। তাদের এ উদ্দেশ্য সফল হবে না বলেও দাবি করেন তারা। চিঠি পাওয়া মুক্তিযোদ্ধাদের একজন মোঃ শাহাজুল ইসলাম গাজী।

তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, কানুপুর গ্রামের মকবুল হোসেন, রানীর পাড়ার সাইফুল ইসলামসহ কয়েকজনের মিথ্যা অভিযোগের ভিত্তিতে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আমাদের এই চিঠি ইস্যু করেছে। এসময় তিনি তার কাছে মুক্তিযোদ্ধার সঠিক কাগজ-পত্রাদি ও সনদ আছে বলেও জানান তিনি। উল্লেখ্য, সোনাতলা উপজেলায় মোট মুক্তিযোদ্ধা রয়েছেন ৫২৫ জন। এর মধ্যে ১০২ জনকে এই চিঠি দেওয়া হলো।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজে সর্বশেষ

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট