গাবতলী (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার গাবতলীতে রাতের আধারে ওয়াকি-টকি দেখিয়ে রোডে চাঁদাবাজি করার অভিযোগে ৬জন ভুয়া ডিবি পুলিশকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।
গ্রেফতারকৃতরা হলো, সারিয়াকান্দির রামচন্দ্রপুর পূর্বপাড়া গ্রামের মাহাজ্জামান স্বর্ণকারের ছেলে রাজু আহমেদ (২২), একই উপজেলার হাট ফুলবাড়ি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে সুমন মিয়া (২৫), গাবতলীর নারুয়ামালা হিন্দুপাড়া গ্রামের তাজুল ইসলামের ছেলে আল-আমিন (২৭), একই গ্রামের মৃত দানিজ সান এর ছেলে মো: জনি (৩৫), ছোট গৌড়দহ গ্রামের মৃত শামসুল হক এর ছেলে শিপন মিয়া (২৯) এবং মৃত মুসলিম উদ্দিনের ছেলে মাহমুদ হাসান (৩৭)। পুলিশ জানায়, গ্রেফতারকৃত ওই ছয়জন পরস্পরযোগ যোগসাজসে বিভিন্ন জায়গায় ডিবি পুলিশের পরিচয় দিয়ে বিভিন্ন অটো-সিএনজি গাড়ি থামিয়ে চাঁদা আদায় করতো।
জানা গেছে, ১লা জুন রোববার ভোরে গাবতলী মডেল থানার পূর্বপাশে গাবতলী-সারিয়াকান্দি সড়কে হাসনাপাড়া নামকস্থানে ওই ছয়জন সিএনজিতে ছিল। এ সময় পুলিশের টহলগাড়ী এসে জিজ্ঞাসাবাদ করতেই ৪জন দ্রæত পালিয়ে গেলেও রাজু আহমেদ ও সুমন মিয়া নামের ২জনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেফতারকৃত ওই ২জনের কাছ থেকে লাইসেন্সবিহীন ২টা ওয়াকি-টকি জব্দ করে পুলিশ। পরে গ্রেফতারকৃতদের স্বীকারোক্তিতে এ ঘটনায় জড়িত পলাতক অন্যান্য ৪জনকেও বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়ে দেয় পুলিশ। বিষয়টি থানার ওসি সেরাজুল হক নিশ্চিত করেছেন। এ ঘটনায় থানার এসআই আসিফ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।
Leave a Reply